ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করলো শিক্ষা মন্ত্রণালয়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৭ ২০:৩৬:১০
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করলো শিক্ষা মন্ত্রণালয়

মাঝপথে বাতিল হওয়া চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফল ঘোষণা করা হবে ১৫ অক্টোবর সকাল ১১টায়। সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করবে সস বোর্ড।

আগের মতো এবারও ফল প্রকাশ করবে না শিক্ষা মন্ত্রণালয়। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশ করা হবে।

সাবজেক্ট ম্যাপিং অনুযায়ী এ বছর ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। গত ৩০ জুন পরীক্ষা শুরু হয়। কিন্তু বন্যার কারণে ৯ জুলাই সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ছয় থেকে সাতটি পরীক্ষা স্থগিত হওয়ার আগেই অনুষ্ঠিত হয়।

বাকি বিষয়গুলোর জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৫ তারিখ সকাল ১১টায় ঘোষণা করা হবে। ৬০০টি বোর্ডের চেয়ারম্যান একযোগে তাদের বোর্ড থেকে এই ফলাফল প্রকাশ করবেন।

যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে তার নম্বর উত্তরপত্রের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং যেগুলো পরীক্ষা করা হয়নি সেগুলো এসএসসির ফলাফল থেকে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

টকশোতে মুখোমুখি খালেদা জিয়া ও ড. ইউনুস

টকশোতে মুখোমুখি খালেদা জিয়া ও ড. ইউনুস

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশের এক জনপ্রিয় টেলিভিশন টকশোতে মুখোমুখি হন বাংলাদেশের দুই আলোচিত ব্যক্তিত্ব—সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা... বিস্তারিত

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত