ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আসলো নতুন ঘোষণা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০৬ ১৭:৪৭:৪০
ব্রেকিং নিউজ: পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আসলো নতুন ঘোষণা

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে এই পদ্ধতি এখনই বাতিল করা সম্ভব নয়।

আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করা গেলে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই বিষয়ে পুলিশ কমিশন কাজ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চলতি বছরের মধ্যেই সবার জন্য ই-পাসপোর্ট নিশ্চিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, "জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভেরিফিকেশন কার্যক্রম চালু হলে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন থাকবে না। তবে রোহিঙ্গা ইস্যুর কারণে এই মুহূর্তে নিয়ম বাতিল সম্ভব নয়।"

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এমআরটি (মেশিন রিডেবল ট্রাভেল) পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, "এমআরটি পাসপোর্টের সমস্যার সমাধান ইতোমধ্যে হয়ে গেছে। এখন থেকে এমআরটি পাসপোর্ট আর থাকবে না।"

এর আগে, গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভায় পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করেছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

রোহিঙ্গাদের অবৈধভাবে পাসপোর্ট প্রাপ্তি ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে এই পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধি ও ভবিষ্যতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার ওপর জোর দেন তিনি।

ই-পাসপোর্ট চালুর মাধ্যমে দেশের পাসপোর্ট সেবা আরও উন্নত এবং দ্রুতগতিতে করার লক্ষ্যে কাজ করছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ঘোষণাগুলো পাসপোর্ট সেবা উন্নত করার পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকারের অঙ্গীকারের প্রমাণ বহন করে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে