ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

সিলেটে রেকর্ডের বৃষ্টি: টানা সেঞ্চুরি, তামিমের ঝলক, ছক্কার উৎসব

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০৭ ১০:৫৮:৪৪
সিলেটে রেকর্ডের বৃষ্টি: টানা সেঞ্চুরি, তামিমের ঝলক, ছক্কার উৎসব

বিপিএল ২০২৫-এর সিলেট পর্ব শুরুতেই রেকর্ডের ঝড় তুলে দিয়েছে। টানা তিন ম্যাচে সেঞ্চুরির নতুন ইতিহাস, এক ম্যাচে ছক্কার নতুন রেকর্ড এবং তামিম ইকবালের অসাধারণ ফর্ম—সবকিছু মিলিয়ে এবারের বিপিএল হয়ে উঠছে অনন্য।

তামিম ইকবালের ব্যাট থেকে টানা চতুর্থ সেঞ্চুরি দেখার আশায় ছিল ভক্তরা। দুর্বার রাজশাহীর দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় তামিম ৪৮ বলে ৮৬ রান করেন। তবে সহজ লক্ষ্য থাকায় সেঞ্চুরির পথে আর এগোতে পারেননি। তার এই ইনিংস বরিশালকে সহজ জয় এনে দিলেও টানা চার সেঞ্চুরির ইতিহাস রচনা থেকে বঞ্চিত করেছেন।

বিপিএল ইতিহাসে এই প্রথমবার টানা তিন ম্যাচে তিনটি সেঞ্চুরি হলো। ঢাকার শেষ ম্যাচে উসমান খান ১২৩ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা দেখালেন সেঞ্চুরি। আর সিলেটে প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস তুলে নিলেন ১১৩ রান।

বিপিএলের অতীত পরিসংখ্যানে এমন ঘটনা বিরল। ২০১৭ আসরে টানা তিন ম্যাচডেতে তিনটি সেঞ্চুরি দেখা গিয়েছিল, তবে তা ভিন্ন দিনে। এবারের মতো টানা তিন ম্যাচে সেঞ্চুরি তখন হয়নি।

সিলেট পর্বের প্রথম দিনেই রেকর্ড হলো এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে মোট ৩১টি ছক্কা দেখা গেছে। এই সংখ্যাটি বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ।

এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার তালিকা

১. ৩১ ছক্কা: রংপুর বনাম সিলেট (২০২৫)

২. ২৯ ছক্কা: বরিশাল বনাম রাজশাহী (২০২৫)

৩. ২৯ ছক্কা: চট্টগ্রাম বনাম কুমিল্লা (২০২৪)

সিলেটের জাকির হাসান তুলে নিয়েছেন অনন্য এক ফিফটি। তার ৫০ রানের ইনিংসে কোনো চারের মার ছিল না। ৩৮ বলে খেলা এই ইনিংসে ছিল চারটি ছক্কা। বিপিএলের ইতিহাসে এমন ইনিংস বিরল। এর আগে শ্রীলঙ্কার সেকুগে প্রসন্না এবং বাংলাদেশের আফিফ হোসেন এমন ব্যতিক্রমী ফিফটির নজির রেখেছেন।

এবারের আসরে তিনটি সেঞ্চুরি দেখা গেছে, সবকটিই বিদেশি ব্যাটারদের। এর মধ্যে অ্যালেক্স হেলস উসমান খানের সঙ্গে মিলিয়ে চলতি আসরে দুইটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বিপিএলে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ড এখনো ক্রিস গেইলের দখলে। বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবাল একমাত্র ব্যাটার, যিনি বিপিএলে একাধিক সেঞ্চুরি করেছেন।

বিপিএল ২০২৫ এর সিলেট পর্ব স্মরণীয় শুরু করেছে। তামিমের ফর্ম, টানা সেঞ্চুরির নজির এবং ছক্কার বৃষ্টি বিপিএলের রোমাঞ্চ বাড়িয়ে তুলছে। প্রতিটি ম্যাচেই যেন নতুন গল্প লিখছে এবারের আসর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে