ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

মোবাইল কল ও ইন্টারনেট সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে চরম ক্ষোভ: সাধারণ মানুষ বিপাকে

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০৭ ১৪:৫১:০৬
মোবাইল কল ও ইন্টারনেট সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে চরম ক্ষোভ: সাধারণ মানুষ বিপাকে

বাংলাদেশে মোবাইল ফোন সেবা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধির অনুমোদন দিয়েছে এবং খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে ২০ শতাংশে বাড়ানোর পর এবার নতুন করে ৩ শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে, ১০০ টাকা রিচার্জে গ্রাহকরা এখন ৫৬.৩ টাকা কর প্রদান করবেন, যার মধ্যে ২৯.৮ টাকা হবে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ, ৬.১ টাকা রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স এবং ২০.৪ টাকা পরোক্ষ কর।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, সাধারণ মানুষ এবং গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, দেশে মোবাইল ফোন সেবা এবং ইন্টারনেটের মান এখনও যথেষ্ট উন্নত নয়। কল ড্রপ, কথার অদূরত্ব এবং নেটওয়ার্ক সমস্যার মতো বিভিন্ন সমস্যা বিদ্যমান থাকলেও, সেবার মান বাড়ানোর পরিবর্তে কর বৃদ্ধি করা হচ্ছে, যা তাদের জন্য আরও চাপ সৃষ্টি করবে।

শাকিল আহমেদ নামে এক গ্রাহক বলেন, “কলে অতিরিক্ত খরচের পরেও যদি আরো শুল্ক বাড়ানো হয়, তবে গ্রাহকদের জন্য এটি আরও বিপজ্জনক হয়ে উঠবে। সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা এবং সেবার মান উন্নত করা।”

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ বলেন, "এ ধরনের সিদ্ধান্ত গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ ফেলবে এবং এটির ফলে আরো বৈষম্য সৃষ্টি হবে। বর্তমান সরকারের উচিত এই সিদ্ধান্ত পর্যালোচনা করা।"

এদিকে, রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম জানান, “বর্তমানে মোবাইল সেবা এবং ইন্টারনেটের ওপর করের হার ৫৬ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। এটি আরও বাড়ানো হলে, গ্রাহকদের জন্য তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।”

এছাড়া, মোবাইল অপারেটর কোম্পানিগুলোর গ্রাহক সংখ্যা এবং আয়ের প্রবৃদ্ধিও মুদ্রাস্ফীতির কারণে কমে আসছে। এই পরিস্থিতিতে, নতুন কর বাড়ানো আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে