ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

মেসি-সুয়ারেজের সঙ্গে একত্রে খেলার স্বপ্ন দেখছেন নেইমার

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০৭ ২৩:০৫:১২
মেসি-সুয়ারেজের সঙ্গে একত্রে খেলার স্বপ্ন দেখছেন নেইমার

ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা আক্রমণত্রয়ী হিসেবে পরিচিত ‘এমএসএন’— লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেজ। বার্সেলোনায় এই তিন তারকার জাদুকরী খেলা একসময় প্রতিপক্ষের জন্য ছিল ভয়ংকর। সময়ের পরিক্রমায় তাদের পথ আলাদা হয়ে গেলেও, মেসি ও সুয়ারেজ বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে একসঙ্গে খেলছেন। তবে এখনও সেই ত্রয়ীর বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে এবার পুরোনো দুই সতীর্থের সঙ্গে ফের একসঙ্গে খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।

পূর্বে গুঞ্জন উঠেছিল যে, সৌদি আরবের আল-হিলাল ছেড়ে নেইমার যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেবেন। যদিও সেই আলোচনা চূড়ান্ত পরিণতি পায়নি। সম্প্রতি সিএনএন স্পোর্টের এক সাক্ষাৎকারে ‘এমএসএন’ পুনরায় একসঙ্গে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নেইমার বলেন,“মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলা অসাধারণ কিছু। তারা আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আমরা এখনও নিয়মিত যোগাযোগ করি। সেই আক্রমণত্রয়ী আবারও পুনরুজ্জীবিত করা নিঃসন্দেহে আনন্দদায়ক হবে। আমি বর্তমানে আল-হিলালে খুশি এবং সৌদি আরবে ভালো আছি। তবে ফুটবল তো বিস্ময় ও চমকের খেলা। ভবিষ্যতে কী হবে, কে জানে!”

পিএসজি ছেড়ে কেন সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলেন, তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন নেইমার।“যখন পিএসজি ছাড়ার সিদ্ধান্ত হয়, তখন যুক্তরাষ্ট্রের দলবদলের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল। ফলে আমার হাতে তেমন কোনো বিকল্প ছিল না। এরপর আল-হিলাল আমাকে যে প্রস্তাব দেয়, তা শুধু আমার জন্যই নয়, আমার পরিবারের জন্যও ছিল দারুণ। তাই সৌদি আরবে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল।”

মেসি ও সুয়ারেজের চেয়ে পাঁচ বছরের ছোট নেইমারের সঙ্গে আল-হিলালের চুক্তি শেষ হবে চলতি বছরের জুনে। অন্যদিকে, ইন্টার মায়ামির সঙ্গে মেসি ও সুয়ারেজের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৫ সালের পুরো বছর পর্যন্ত। এ সময়ের মধ্যে নেইমারের ক্লাব পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যদিও নেইমারের ফুটবল প্রতিভা প্রশ্নাতীত, তবুও ইনজুরি তার ক্যারিয়ারকে বারবার ব্যাহত করেছে। দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে গত অক্টোবরের শেষদিকে মাঠে ফিরলেও, তিনি আবারও চার সপ্তাহের জন্য ছিটকে যান। নতুন বছরে ক্লাবের হয়ে নিয়মিত মাঠে নামার আগে সম্প্রতি এক প্রীতি ম্যাচে গোল করে নিজের ফর্মের ইঙ্গিত দিয়েছেন। তবে আল-হিলালে তার ভবিষ্যৎ এবং তার পরবর্তী গন্তব্য এখনো অনিশ্চিত।

বার্সেলোনার সেই স্মরণীয় দিনগুলোর কথা স্মরণ করে নেইমার জানান, মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলতে পারা তার জন্য বিশেষ কিছু। ভক্তদের প্রত্যাশা পূরণ করে যদি এমএসএন ত্রয়ী আবারও একত্র হয়, তবে তা ফুটবলবিশ্বের জন্য হতে পারে আরেকটি রোমাঞ্চকর অধ্যায়।

ফুটবল ভক্তদের অপেক্ষা এখন সময়ের হাতে— নেইমারের পরবর্তী গন্তব্য কোথায় এবং মেসি-সুয়ারেজের সঙ্গে আবারও তাকে দেখা যাবে কি না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে