ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: বিশাল পরিবর্তন, হুট করে ভিসা বন্ধ করলো

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০৮ ০১:০৯:১০
ব্রেকিং নিউজ: বিশাল পরিবর্তন, হুট করে ভিসা বন্ধ করলো

কানাডার অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়ে দিয়েছে যে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বাবা-মা এবং দাদা-দাদিদের স্থায়ী বাসিন্দা (পিআর) করার আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্যারেন্ট অ্যান্ড গ্রান্ডপ্যারেন্টস স্পন্সরশিপ প্রোগ্রাম (পিজিপি) অনুযায়ী, নতুন বছরের শুরু থেকে নতুন কোনো আবেদন আর গ্রহণ করা হবে না, বলে ঘোষণায় জানানো হয়েছে।

আইআরসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রোগ্রামের আওতায় আগের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হবে, তবে নতুন আবেদন প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে।

কানাডা সরকার আগামী ২০২৫ সালের মধ্যে অভিবাসনের সংখ্যা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে পিজিপি প্রোগ্রামের নতুন আবেদন গ্রহণ বন্ধ করা হয়েছে। এর ফলে, পিজিপি প্রোগ্রামে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ কমে যাবে।

২০২৪ সালের জন্য, ২৪,৫০০ আবেদন নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু নতুন আবেদন গ্রহণের বিষয়টি নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা করা হয়নি।

নতুন আবেদন বন্ধ হলেও, সুপার ভিসার সুবিধা চালু থাকবে। সুপার ভিসা পাওয়ার মাধ্যমে বাবা-মা এবং দাদা-দাদি পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকতে পারবেন।

এ সিদ্ধান্ত বাংলাদেশের পাশাপাশি ভারতের অভিবাসী পরিবারগুলোর জন্যও বড় একটি ধাক্কা হিসেবে এসেছে। অনেক পরিবার তাদের নিকটাত্মীয়দের কানাডায় স্থায়ীভাবে নিয়ে আসার পরিকল্পনা বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কিত।

এই সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত পিজিপি প্রোগ্রামের নতুন আবেদন গ্রহণ করা হবে না। তবে, সুপার ভিসার মাধ্যমে কিছু পরিবার তাদের সদস্যদের কানাডায় নিয়ে আসার সুযোগ পাচ্ছে।

পিজিপি প্রোগ্রাম পুনরায় শুরু হবে কিনা, তা কানাডার ভবিষ্যত অভিবাসন নীতির ওপর নির্ভর করবে। তবে, এই সিদ্ধান্ত অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে