ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: কোটি টাকার চুক্তিতে আইপিএল যে দলের হয়ে খেলবেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০৯ ১৬:২০:১১
ব্রেকিং নিউজ: কোটি টাকার চুক্তিতে আইপিএল যে দলের হয়ে খেলবেন তাসকিন

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ আবারও আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছেন। এবারও তাকে দলে টানার আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যদিও অতীত অভিজ্ঞতার মতো এবারও তার আইপিএল যাত্রা নির্ভর করছে বিসিবির দেওয়া এনওসির (নো অবজেকশন সার্টিফিকেট) ওপর।

তাসকিন আহমেদের আইপিএলে ডাক পাওয়া নতুন কিছু নয়। ২০২২ সালেও একই দল তাকে চেয়েছিল। সেসময় গৌতম গম্ভীর ছিলেন লক্ষ্ণৌর মেন্টর। তবে, বাংলাদেশ দলের ব্যস্ত সূচির কারণে বিসিবি তাকে এনওসি দেয়নি। এবার শ্রীধরণ শ্রীরামের মাধ্যমে প্রস্তাব এসেছে বলে জানা গেছে। তিনি বর্তমানে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাসকিনের আইপিএলে খেলার স্বপ্ন এবং তা পূরণ না হওয়ার আক্ষেপ বহুদিনের। যে লিগে খেলতে পারা বিশ্বের যেকোনো ক্রিকেটারের স্বপ্ন, সেখানে বারবার ডাক পেয়েও অংশ নিতে না পারাটা ছিল তার জন্য হতাশাজনক।

তাসকিনের মায়ের বহুদিনের স্বপ্ন, তার ছেলে আইপিএলের মতো মঞ্চে খেলে দেশের নাম উজ্জ্বল করবে। আহমেদাবাদ বা ওয়াংখেড়ের মতো বিখ্যাত ভেন্যুতে তাসকিনের বোলিংয়ের প্রশংসায় মেতে উঠবে ক্রিকেট বিশ্ব। তবে বিভিন্ন পরিস্থিতির কারণে সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। এবার তাসকিন সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি আছেন।

সম্প্রতি বিসিবি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে নমনীয় মনোভাব দেখিয়েছে। তাসকিন, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিহাস সেরা বোলিং করে সাত উইকেট নিয়েছেন, তার আইপিএল খেলার সুযোগ পাওয়া স্বাভাবিক। এমন পারফরম্যান্সের পর আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তাসকিনের প্রতি ক্রমাগত বাড়ছে।

তাসকিনের সামনে আবারও একটি সুবর্ণ সুযোগ এসেছে। তবে, এবারও যদি তিনি আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া করেন, তাহলে এটি হবে তার জন্য তৃতীয়বারের মতো মঞ্চে না ওঠার হতাশা। এ ধরনের সুযোগ একজন ক্রিকেটারের জীবনে বারবার আসে না।

আইপিএলে খেলার প্রস্তাব এবং বিসিবির অনুমতির অপেক্ষায় এখন তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। তারা চান, তাসকিন এবার মায়ের স্বপ্ন পূরণ করবেন এবং তার গতি-নিয়ন্ত্রিত বোলিং দিয়ে আইপিএলে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে