ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

অনেক দিন পর স্বভাব সুলভ ব্যাটিং করলেন সাব্বির

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০৯ ২১:২৫:৫৫
অনেক দিন পর স্বভাব সুলভ ব্যাটিং করলেন সাব্বির

ব্যাট হাতে সাব্বির রহমান যেন থামার নামই নিচ্ছিলেন না। সঙ্গী তানজিদ তামিমের সঙ্গে ইনিংস মেরামতের পর, শেষ পর্যন্ত সাব্বিরের অনবদ্য ব্যাটিংয়ে ঢাকা দলীয় সংগ্রহ দাঁড় করায় ১৭৭ রান। ৩৩ বলে অপরাজিত ৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।

ঢাকার ইনিংস শুরু হয়েছিল ইতিবাচকভাবে। শাহাদাত হোসেন দিপু ও তানজিদ তামিম ধীরে ধীরে রান তুলছিলেন। তবে দলীয় ৬৬ রানে খালেদের বলে ৮ রান করা দিপু সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে আসেন সাব্বির রহমান। প্রথমে দেখে-শুনে ইনিংস গড়লেও পরে নিজের পুরনো রূপে ফিরলেন তিনি।

সঙ্গী তানজিদ তামিম নিজের ব্যাটে ঝড় তোলেন এবং ৪৮ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। তবে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। তানজিদের বিদায়ের পর সাব্বির ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেন।

ইনিংসের ১৫তম ওভারে আরাফাত সানির বলে সাব্বির যেন ভয়ংকর হয়ে ওঠেন। সেই ওভারে ৩টি ছক্কা হাঁকিয়ে দলের রান বাড়ানোর পাশাপাশি নিজের রানও দ্রুত বাড়ান। এরপর আলিস আল ইসলামের করা পরের ওভারে ৬ ও ৪ হাঁকিয়ে পৌঁছে যান হাফ সেঞ্চুরির দোরগোড়ায়। ২২ বলে ফিফটি পূরণ করে সাব্বির জানান দেন তার আগ্রাসনের বার্তা।

শেষ ওভারে সাব্বিরের ইনিংস সেঞ্চুরির দিকে এগোচ্ছিল। তবে মাত্র ৩ রান যোগ করে ৮২ রানে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভার শেষে ঢাকার স্কোর দাঁড়ায় ১৭৭ রান।

থিসারা পেরেরা মাত্র ১ রানে আউট হলেও ফারমানউল্লাহ শাফি ১৫ রান করে দলের সংগ্রহ বাড়াতে সহায়তা করেন। সাব্বিরের সঙ্গে তার জুটি ঢাকাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে