ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

জেতা ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক তামিম

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১০ ১০:১০:৫৫
জেতা ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক তামিম

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের এবারের সেরা ম্যাচ হিসেবে চিহ্নিত হতে পারে গতকাল (বৃহস্পতিবার) রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মুখোমুখি লড়াই। রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারে ২৬ রানের অসম্ভব সমীকরণ মেলাতে নেমে নুরুল হাসান সোহান দেখালেন জাদু। তার অসাধারণ ইনিংসের সুবাদে রংপুর শেষ বলে নাটকীয় জয় তুলে নেয়। এমন হারের পরও প্রতিপক্ষের নায়ককে প্রশংসায় ভাসালেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

প্রথমে ব্যাট করে বরিশাল ২০ ওভারে ৫ উইকেটে করে ১৯৭ রান। ইনিংসের ভিত্তি গড়ে দেন কাইল মেয়ার্স। ক্যারিবীয় এই ব্যাটার মাত্র ২৯ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া শান্ত করেন ৪১ রান এবং তামিম ৪০ রান। বড় সংগ্রহ গড়ে আত্মবিশ্বাসী বরিশাল যখন জয় দেখছিল, তখনই এল সোহানের রূপকথার গল্প।

শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৬ রান। এমন চাপে দাঁড়িয়ে সোহান খেললেন ৩টি চার ও ৩টি ছক্কার অবিশ্বাস্য ইনিংস। শেষ বলেই রংপুর নিশ্চিত করে ৭ উইকেটের জয়।

ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, "আমরা হেরেছি ঠিকই, কিন্তু সোহানের ব্যাটিং এক কথায় অসাধারণ। শেষ ওভারে এমন ব্যাটিং যে কারো জন্যই চ্যালেঞ্জ। তার কৃতিত্ব দিতেই হবে।"

বরিশালের ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, "আমাদের ব্যাটিং ভালো হয়েছে। শান্ত শুরুর চাপ সামলেছে, মেয়ার্সও দুর্দান্ত খেলেছে। পুরো টুর্নামেন্ট জুড়েই এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে।"

তামিম গ্রাউন্ডসম্যানদেরও ধন্যবাদ জানিয়ে বলেন, "যেভাবে উইকেট তৈরি করা হয়েছে, তা অসাধারণ। এমন পিচে ম্যাচ উপভোগ্য হয়।"

যদিও বরিশালের জন্য দিনটি হতাশার ছিল, তবুও এ ধরনের ম্যাচ বিপিএলের উত্তেজনা ও আকর্ষণ বাড়ায়। তামিম ইকবালের মতে, এই হার থেকে দল অনেক কিছু শিখবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।

এই ম্যাচ শুধু বরিশালের জন্য নয়, পুরো বিপিএলের জন্যই একটি বিজ্ঞাপন। সিলেটের দর্শকরা এমন রুদ্ধশ্বাস ম্যাচ দেখার পর নিশ্চিতভাবেই টুর্নামেন্টের পরবর্তী ধাপের জন্য আরও বেশি উন্মুখ হয়ে আছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে