ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

প্রবাসী বাংলাদেশিরা সাবধান চলছে ধরপকড়, একদিনে ৪২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১০ ১৮:৩৪:৪৭
প্রবাসী বাংলাদেশিরা সাবধান চলছে ধরপকড়, একদিনে ৪২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ ৬৫ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহান সেটিয়া এবং তেলোক পাংলিমা গারাং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিবাসন বিভাগ একটি পাঁচ হেক্টর জমির সবজি বাগানে অভিযান চালায়। অভিযোগ ছিল, জমিটি অবৈধভাবে চাষ করা হচ্ছিল। ওই বাগানটি বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসীদের দ্বারা পরিচালিত হচ্ছিল বলে জানা যায়।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, "আটক ব্যক্তিরা মূলত নির্মাণ খাতে কাজ করার অনুমতি পাসপোর্টের (পিএলকেএস) মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে কাজ চালিয়ে যাচ্ছিল। এই কার্যক্রম অবৈধ এবং এটি দেশের আইন ভঙ্গ করেছে।"

অভিযানে আটককৃতদের মধ্যে ৪২ জন বাংলাদেশি, ১৩ জন মিয়ানমারের নাগরিক (১২ জন পুরুষ ও ১ জন মহিলা), ৬ জন ইন্দোনেশিয়ান (৪ পুরুষ ও ২ মহিলা), ২ জন পাকিস্তানি এবং ১ জন ভারতীয় পুরুষ রয়েছেন। তাদের সবার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

আটকদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারায় অভিযোগ আনা হয়েছে। আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকদের বৈধ ভিসা এবং কাগজপত্র রাখার আহ্বান জানানো হয়েছে। অবৈধভাবে কাজ করা বা বসবাসের ফলে গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে।

এই ঘটনা মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সতর্কতার বার্তা বহন করছে এবং বৈধ কাগজপত্রের গুরুত্বকে আরও একবার তুলে ধরছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আমিই সবার সেরা: রোনালদো

আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার... বিস্তারিত



রে