ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: গোপালগঞ্জে ব্যাপক সং ঘ র্ষ, আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১০ ২৩:৩৮:৪৪
ব্রেকিং নিউজ: গোপালগঞ্জে ব্যাপক সং ঘ র্ষ, আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন

গোপালগঞ্জের মুকসুদপুরে দেয়ালে পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্বলিত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর সমর্থকরা এই পোস্টার ছিঁড়ে ফেলেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ। পরিস্থিতি রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত উত্তপ্ত ছিল। সংঘর্ষে আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, "সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।"

স্থানীয় বাসিন্দাদের মতে, একটি সাধারণ ঘটনা বড় আকার ধারণ করায় এলাকার পরিবেশ কিছুটা অস্থির হয়ে ওঠে। সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পোস্টার ছেঁড়ার মতো ঘটনা নিয়ে এমন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে