ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

তাহসানের দ্বিতীয় বিয়ে: স্ত্রী রোজাকে নিয়ে যা বললেন

২০২৫ জানুয়ারি ১১ ১০:৫৫:৫৩
তাহসানের দ্বিতীয় বিয়ে: স্ত্রী রোজাকে নিয়ে যা বললেন

বাংলা সংগীত ও অভিনয়ের জগতে জনপ্রিয় নাম তাহসান খান। দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। গত ৬ জানুয়ারি, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান। একেবারে নিভৃতে, কোনো প্রচারণা ছাড়াই এই বিয়ে সম্পন্ন হওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে বিস্মিত হয়েছেন। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় তাহসান তার বিয়ে এবং নতুন জীবনসঙ্গী রোজা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

তাহসান তার বিয়ে প্রসঙ্গে বলেন, ‘বিয়ে জীবনেরই একটি অংশ। এটা আমার ব্যক্তিগত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটি একধরনের ভালোলাগার মতো কাজ।’

তিনি আরও জানান, রোজার সঙ্গে তার পরিচয় আগে থেকেই ছিল। সেই পরিচয়ের ভিত্তিতে তাদের মধ্যে শ্রদ্ধা ও সম্মানের জায়গা তৈরি হয়। পরে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়।

তাহসানের ভাষায়, ‘আমাদের সম্পর্কের ভিত্তি শ্রদ্ধা ও সম্মান। এ কারণেই দুই পরিবারের সিদ্ধান্তে আমরা জীবনের এই নতুন অধ্যায়ে পা রেখেছি। অনেকেই বিয়ে নিয়ে জানতে চেয়েছেন, যা খুবই স্বাভাবিক।’

তাহসান ও রোজার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এটি নিয়ে আলোচনা থেমে নেই। একই সঙ্গে কিছু সমালোচনাও হয়েছে। এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমাদের দেশে রসবোধের গ্রহণযোগ্যতা একটু আলাদা। আমরা সবকিছুতে রসবোধ আনতে পারি না। কিছু কথা ঠিকভাবে পৌঁছায় না, তাই উত্তর দেওয়ার ক্ষেত্রে হয়তো মজার ছলে কথা বলাও সম্ভব হয় না।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারপ্রবণ। সবকিছু চুলচেরা বিশ্লেষণ করার প্রবণতা আমাদের মধ্যে প্রবল। কিছু মানুষ অন্যদের জীবন নিয়েই ব্যস্ত থাকেন। এটি উচিত নয়। এসব মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। তাই খুব বেশি ভাবছি না।’

তাহসান তার ভক্তদের ভালোবাসা ও আগ্রহকে সম্মান জানান। তবে তিনি মনে করিয়ে দেন, একজন শিল্পী হিসেবে তার কাজের মাধ্যমেই তিনি ভক্তদের সন্তুষ্ট করতে চান।

তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবনের প্রতি মানুষের আগ্রহ স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, একজন শিল্পীর আসল পরিচয় তার কাজের মধ্য দিয়েই।’

তাহসান খান ও রোজা আহমেদের বিয়ে একদিকে যেমন আনন্দের, অন্যদিকে কিছু বিতর্কও উসকে দিয়েছে। তবে তাহসান জানিয়েছেন, তিনি এসব বিষয়ে মনোযোগ না দিয়ে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনের প্রতি গুরুত্ব দিচ্ছেন।

বিয়ে নিয়ে আলোচনা থেমে না থাকলেও এই দম্পতি তাদের সম্পর্কের দৃঢ়তায় এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তাহসানের ভক্তরা যেমন তার কাজ নিয়ে আগ্রহী, তেমনি তার সুখী দাম্পত্য জীবনের জন্যও শুভকামনা জানাচ্ছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে