ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

এক নজরে দেখেনিন পিএসএলে লিটন-নাহিদ রানা-রিশাদ কে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১৪ ১২:৩৯:২০
এক নজরে দেখেনিন পিএসএলে লিটন-নাহিদ রানা-রিশাদ কে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৩ জানুয়ারি)। এবারের ড্রাফটে বাংলাদেশের তিন ক্রিকেটার দল পেয়েছেন। তরুণ পেসার নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। উইকেটকিপার-ব্যাটার লিটন দাস করাচি কিংসের হয়ে মাঠে নামবেন এবং লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবারের পিএসএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি লিগে সুযোগ পাওয়া এই পেসার ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন। এই ক্যাটাগরির খেলোয়াড়রা পারিশ্রমিক হিসেবে পাবেন ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকার সমান।

লিটন দাস এবং রিশাদ হোসেন সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। এই ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। লিটন দাস পিএসএলের নিয়মিত মুখ হলেও রিশাদের এটি প্রথম অভিজ্ঞতা।

এবারের ড্রাফটে বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের নাম উঠেছিল। তবে দল পেয়েছেন কেবল নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানের নাম ছিল প্লাটিনাম ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির খেলোয়াড়রা পারিশ্রমিক হিসেবে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পান, যা বাংলাদেশি মুদ্রায় সোয়া এক কোটি টাকার কাছাকাছি। তবে এই দুই তারকার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। তরুণ পেসার নাহিদ রানার মতো নতুন মুখ এবং লিটন দাস ও রিশাদের অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হতে পারে। যদিও সাকিব-মুস্তাফিজের মতো তারকা ক্রিকেটারদের দল না পাওয়া বিস্ময়ের জন্ম দিয়েছে।

পিএসএলের দশম আসর আগামী মাসে শুরু হবে। বাংলাদেশের এই তিন তারকা কেমন পারফর্ম করেন, তা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে