ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

দুর্গাপূজা উপলক্ষে ছুটি নিয়ে যে আপডেট দিলেন অন্তবর্তী সরকার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৮ ১৯:৪০:২৮
দুর্গাপূজা উপলক্ষে ছুটি নিয়ে যে আপডেট দিলেন অন্তবর্তী সরকার

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা চার দিনের ছুটি পাচ্ছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সরকার একদিনের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, ফলে শুক্রবার এবং শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারের বিজয়া দশমী উদযাপন মিলিয়ে মোট চার দিনের ছুটি হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। তাই এবার সরকার একদিনের ছুটি বৃদ্ধি করেছে যাতে তারা পূজা উদযাপনের জন্য পর্যাপ্ত সময় পায়।

এছাড়া, স্কুল ও কলেজগুলোতে টানা ১১ দিনের ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই ছুটির ব্যবস্থা করা হয়েছে। মাঝে শুক্রবার এবং শনিবারের সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১১ দিন বন্ধ থাকবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে