ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

রেকর্ড পারিশ্রমিকে আল নাসরেই থাকছেন রোনালদো

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১৫ ১৩:১৫:১৮
রেকর্ড পারিশ্রমিকে আল নাসরেই থাকছেন রোনালদো

বিগত দুই মৌসুম আগে সৌদি প্রো লিগে রেকর্ড পারিশ্রমিকে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক বছরের জন্য আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে, এই মৌসুম শেষে সৌদি আরব ছেড়ে ইউরোপে ফিরে যেতে পারেন রোনালদো। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে, ৩৯ বছর বয়সী সিআর সেভেন আল নাসরের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। তার পর থেকেই সৌদি ফুটবলকে নতুনভাবে চিনিয়েছেন তিনি। ক্লাবের হয়ে ৮৪ ম্যাচে ৭৫ গোল করেছেন রোনালদো। গোলের বন্যা বইয়ে দিলেও, এখনো আল নাসরের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এর মধ্যেই গুঞ্জন উঠেছিল, রোনালদো হয়তো এই মৌসুম শেষে সৌদি ফুটবল ছাড়বেন। তবে শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আরও এক বছরের জন্য সৌদিতেই থাকছেন।

নতুন চুক্তি অনুযায়ী, রোনালদো পাবেন রেকর্ড পরিমাণ বেতন। সৌদি সংবাদমাধ্যম আল খবরের প্রতিবেদন অনুযায়ী, ২০০ মিলিয়ন ডলারে চুক্তি নবায়ন করছেন রোনালদো। ৩৯ বছর বয়সী ফুটবলারদের জন্য এটি সবচেয়ে বেশি পরিমাণ পারিশ্রমিক। এর পাশাপাশি, মাঠের বাইরের প্রচারণার জন্য ক্লাব থেকে আরও ৬০ মিলিয়ন ডলার পাবেন রোনালদো। তার প্রতি সপ্তাহের আয় দাঁড়াবে প্রায় ৪ মিলিয়ন ডলার এবং প্রতিদিনের আয় হবে ৫ লাখ ডলার।

বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে খুব শিগগিরই, এবং রোনালদো আল নাসরের সঙ্গে তার নতুন চুক্তি স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে