ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

মাঠে তামিমের আচরণ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাব্বির

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১৭ ১৬:০৫:৫৬
মাঠে তামিমের আচরণ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাব্বির

চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই উত্তাপ ছড়াল ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচ। সাব্বির রহমানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। তবে সাব্বির রহমান এটিকে হালকাভাবে নিয়ে জানিয়েছেন, বিষয়টি মাঠের উত্তেজনার কারণেই ঘটেছে।

ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে বরিশালের তামিম ইকবাল ও ডেভিড মালান ব্যাট করছিলেন। সাব্বির রহমান বাউন্ডারি লাইনের কাছে তামিমের একটি শট ঠেকানোর পর বলটি বোলার বা উইকেটকিপারের দিকে না পাঠিয়ে সামনের দিকে ফেলে দেন। এ ধরনের কাজকে ক্রিকেটে "ফেক ফিল্ডিং" বলা হয়। তামিম ইকবাল এই ঘটনাকে ভালোভাবে নেননি এবং সাব্বিরের দিকে তির্যক মন্তব্য ছুঁড়ে দেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, তামিম উত্তেজিত কণ্ঠে বলেন, "বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।" সাব্বির তামিমের দিকে এগিয়ে গেলে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি ফিল্ড আম্পায়াররাও পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন।

ঘটনার পর গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির বলেন,"মাঠের ঘটনা মাঠেই শেষ হওয়া উচিত। তামিম ভাই আমার সিনিয়র এবং অত্যন্ত সম্মানিত একজন ক্রিকেটার। তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি। হিট অব দ্য মোমেন্টে এটা ঘটে গেছে। আমি বিষয়টি একদমই অন্যভাবে দেখছি না। উনার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে।"

সাব্বির আরও বলেন, ক্রিকেট মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, তবে এটি কখনোই ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে না।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন মত দেখা গেছে। কেউ তামিম ইকবালের আচরণকে সমালোচনা করেছেন, আবার কেউ সাব্বির রহমানের ফেক ফিল্ডিংয়ের চেষ্টাকেও দায়ী করেছেন। তামিমের সিনিয়র অবস্থান এবং অভিজ্ঞতার কারণে তার আরও সংযত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন অনেকে।

সাব্বির রহমানের বক্তব্য অনুযায়ী, তামিমের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার। এমনকি তিনি তামিমকে বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য কিংবদন্তি হিসেবেও প্রশংসা করেন।

মাঠের উত্তেজনাপূর্ণ মুহূর্ত নিয়ে কথা হলেও সেটি মাঠেই শেষ হওয়া উচিত বলে মনে করেন সাব্বির। ক্রিকেট মাঠে এমন ঘটনা প্রায়ই ঘটে, তবে সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক অটুট থাকাই দলীয় স্পিরিট বজায় রাখতে সহায়তা করে। তামিম ও সাব্বিরের এই সম্পর্ক ভবিষ্যতেও তাদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে