ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

নেইমারের সৌদি লিগে খেলার অযোগ্যতা: ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১৮ ১৫:১০:০১
নেইমারের সৌদি লিগে খেলার অযোগ্যতা: ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

নেইমার আর ইনজুরি—এ দুটি শব্দ যেন একে অপরের সঙ্গে অঙ্গাঅঙ্গী। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পরেও ইনজুরি তাকে ছাড়েনি, আর সৌদি প্রো লিগে আসার পরেও একই চিত্র। আল হিলালের হয়ে এখন পর্যন্ত সৌদি লিগে কত মিনিট খেলেছেন, তা আঙুল দিয়ে গোনা যাবে। যেখানে খেলা সম্ভব নয়, সেখানে ফর্মের কথা তো আসে না!

২০২৩ সালে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর পরেও নেইমারের চোট সমস্যা অব্যাহত থাকে। চোটের মাত্রা কখনও ভালো থাকে, আবার কখনও বেড়ে যায়। দীর্ঘ পুনর্বাসনের পর, গত বছরের নভেম্বরে ফের চোটে পড়েন নেইমার। পুরো বছরে তিনি মাত্র দুটি ম্যাচ খেলেছেন, তাও মোট ৪২ মিনিট। এমন পরিস্থিতিতে সবার মুখে একটাই কথা—নেইমারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা।

এদিকে, আল হিলালের কোচ জর্জ জেসুসও নেইমারের সৌদি লিগে খেলার যোগ্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি ডেইলি মেইলে বলেন, “নেইমারের ভবিষ্যৎ নিয়ে আমি কিছু জানি না, তবে বর্তমান অবস্থায় সে সৌদি প্রো লিগে খেলার যোগ্য নয়। এই লিগ এখন বিশ্বের অন্যতম সেরা লিগ, কিন্তু নেইমার সেই পর্যায়ে খেলার মতো অবস্থায় নেই।”

এছাড়াও কোচ জর্জ আরও যোগ করেন, “নেইমার আসলে এই লেভেলে খেলার যোগ্যতা হারিয়েছে। আমি যখন দল গঠন করছিলাম, তখন তাকে এবং আলেকসান্ডার মিত্রোভিচকে গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু নেইমার ইনজুরির শিকার হন। এখন সে প্রায় ১৪-১৫ মাস মাঠের বাইরে। সে নিজেকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।”

এখন পর্যন্ত নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি রয়েছে, তবে কোচের কথায় পরিষ্কার, তিনি আর আল হিলালে থাকতে পারবেন না। শোনা যাচ্ছে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে ছাড়িয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নেইমারের নতুন গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের শিকাগো ফায়ার ক্লাব। তবে, সব কিছু সময়ের ওপর নির্ভর করছে। সময়ই বলবে, ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসা নেইমার আবার কি আমেরিকায় চলে যাবেন, নাকি আবার ব্রাজিলে ফিরে যাবেন।

নেইমারের ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত, এবং তার চোটের ইতিহাস তাকে নতুন ঠিকানা খুঁজে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে