ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

শাহাজালাল বিমান বন্দরে ঘটলো অবিশ্বাস্য ঘটনা ভিডিও ভাইরাল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১৯ ১০:০৮:১৩
শাহাজালাল বিমান বন্দরে ঘটলো অবিশ্বাস্য ঘটনা ভিডিও ভাইরাল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাকসবজি বহনের বিষয়ে এক অভূতপূর্ব ও বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে পাঁচ যাত্রীর একটি পরিবার। গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যাওয়ার পথে তাদের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওইদিন, একই পরিবারের পাঁচ সদস্য লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাদের একটি হ্যান্ড লাগেজে ২৪ কেজি কাঁচা শাকসবজি বহন করা হচ্ছিল। কিন্তু চেকিংয়ের সময় টার্কিশ এয়ারলাইন্সের স্টাফরা জানান, হ্যান্ড লাগেজের ওজন ৭ কেজির বেশি হতে পারে না। নিয়ম অমান্য করে অতিরিক্ত ওজন বহন করতে হলে নির্ধারিত ফি দিতে হবে।

যাত্রীরা ফি দিতে অপারগতা প্রকাশ করলে এয়ারলাইন্স স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন যাত্রীরা অভিযোগ করেন যে তাদের ‘হয়রানি’ করা হচ্ছে। তারা সেই সময়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

টার্কিশ এয়ারলাইন্সের একটি সূত্র জানায়, ওই যাত্রীরা ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। তাদের সঙ্গে অতিরিক্ত ২৪ কেজি ওজনের একটি লাগেজ ছিল, যার ভেতরে শাকসবজি ছিল। নিয়ম অনুযায়ী, হ্যান্ড লাগেজের ওজন সীমা অতিক্রম করায় তাদের সবজি বহন করতে নিষেধ করা হয়।

কিন্তু যাত্রীরা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করেন। এতে এয়ারলাইন্সের স্টাফরা বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার একপর্যায়ে টার্কিশ এয়ারলাইন্সের স্টাফ শামস্ উদ্দিন যাত্রীদের একজনকে হোল্ডিং লাউঞ্জে নিয়ে যান। এভসেক সিকিউরিটিতে বিষয়টি জানানো হলে এএসআই খোকন, এএসজি নজরুল, অপারেটর নুরজাহান এবং এলএসি সারোয়ার যাত্রীদের শান্ত করেন। এরপর তাদের সামনেই অতিরিক্ত শাকসবজি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

এয়ারলাইন্স নীতিমালা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ৭ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করতে পারেন। যাত্রীরা এই নিয়ম লঙ্ঘন করায় এ পরিস্থিতি তৈরি হয়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা তা উপেক্ষা করেন।

ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই যাত্রীদের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে সমালোচনা করেছেন, আবার কেউ কেউ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কড়া অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন।

টার্কিশ এয়ারলাইন্স এ ঘটনার পর বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এয়ারলাইন্স।

শাহজালাল বিমানবন্দরের এই ঘটনা একদিকে নিয়মের প্রতি সচেতনতার অভাব এবং অন্যদিকে যাত্রী ও এয়ারলাইন্সের মধ্যে যোগাযোগ ঘাটতির চিত্র তুলে ধরেছে। যাত্রীদের নিয়ম মেনে চলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এয়ারলাইন্সের পক্ষ থেকেও যাত্রীদের সঙ্গে আরও সহনশীল আচরণের প্রত্যাশা থাকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে