ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

পাকিস্তান-২৪১, বাংলাদেশ-২৯৮, অস্ট্রেলিয়া-৪০৪, ভারত-৪৪৭

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১৯ ১৪:৩২:১১
পাকিস্তান-২৪১, বাংলাদেশ-২৯৮, অস্ট্রেলিয়া-৪০৪, ভারত-৪৪৭

চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে দাঁড়িয়ে বাংলাদেশে পেস ইউনিটে এক নতুন শক্তি আবির্ভূত হয়েছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের পেসাররা যা করতে পারেননি, তা করে দেখিয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। পরিসংখ্যানের দিক থেকে এরা এখন বিশ্বের শীর্ষ পেস আক্রমণের মধ্যে অন্যতম, এমনকি ভারত ও অস্ট্রেলিয়ার পেস আক্রমণের তুলনায়ও এগিয়ে রয়েছে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, বিশ্বজুড়ে পেস বোলিংয়ের ক্ষেত্রে যারা পরিচিত, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের তাসকিন এবং মুস্তাফিজ। এদের উইকেট সংখ্যা নিয়ে পরিসংখ্যান দেখলে তা বেশ চমকপ্রদ।

ইংল্যান্ডের পেস ইউনিটের স্কোয়াডে থাকা জফরা আর্চার এবং মার্ক উডের মতো তারকা বোলাররা মিলে মোট ১৪৯টি উইকেট নিয়ে বাংলাদেশি পেসারদের সাথে তুলনা করলে পিছিয়ে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের নিজের উইকেট সংখ্যা শুধু একাই ২৩টি বেশি।

নিউজিল্যান্ডের পেসারদের মধ্যে লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি আছেন, যাদের মোট উইকেট সংখ্যা ২৬২। তবে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা মিলে ২৮১, যা নিউজিল্যান্ডের তুলনায় অনেক বেশি।

পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী পেস আক্রমণ নিয়ে থাকে, কিন্তু বাংলাদেশের পেস ইউনিট পাকিস্তানের পেসারদের তুলনায় অনেক এগিয়ে। পাকিস্তানের শীর্ষ চার পেসারের মোট উইকেট ২৪১, আর বাংলাদেশের পেসারদের উইকেট সংখ্যা ২৯৮।

ভারতের পেস ইউনিট চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত, তাদের শীর্ষ চার পেসারের মোট উইকেট সংখ্যা ৪৪৭টি। অস্ট্রেলিয়ার পেসারদের উইকেট সংখ্যা ৪০৪টি, যেখানে মিচেল স্টার্ক একাই ২৪৪টি উইকেট নিয়েছেন। কিন্তু বাংলাদেশ, যেখানে তাসকিন এবং মুস্তাফিজের মতো অভিজ্ঞ পেসাররা আছেন, তাদের পরিসংখ্যানও নজরকাড়া।

সব পরিসংখ্যান বিবেচনায়, বাংলাদেশের পেস আক্রমণ এখন সেমি ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। তবে মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে এই দলে থাকা পেসারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাসকিন-মুস্তাফিজরা যে দক্ষতার সাথে খেলবে, তা বাংলাদেশকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পেস আক্রমণ মাঠে নিজেদের দক্ষতা এবং শক্তি প্রমাণ করার সুযোগ পাবো, যা দলটির সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়াবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে