ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

এইমাত্র পাওয়া: চলছে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্য ব্যাপক সং ঘ র্ষ, আহত ১

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১৯ ১৫:২৮:১০
এইমাত্র পাওয়া: চলছে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্য ব্যাপক সং ঘ র্ষ, আহত ১

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ননী কুমার সাহা নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সংঘর্ষের পর আহত অবস্থায় ননী কুমার সাহাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আহত ননী কুমার সাহা জানান, "আমরা সাইন্সল্যাব এলাকায় দাঁড়িয়ে ছিলাম। এ সময় ঢাকা সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে হাসপাতালে নিয়ে আসে। শুনেছি, আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত অবস্থায় সাইন্সল্যাব এলাকা থেকে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। জরুরি বিভাগে তার চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।"

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সঠিক কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংঘর্ষে আহত অন্যান্য শিক্ষার্থীদের ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনার পর সাইন্সল্যাব এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে