ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সাব্বির রহমানের জীবন পাল্টে দিলেন বিরাট কোহলি, ফিরতে চান জাতীয় দলে

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ১৯ ১৫:৫৭:১৬
সাব্বির রহমানের জীবন পাল্টে দিলেন বিরাট কোহলি, ফিরতে চান জাতীয় দলে

একটি ইন্টারভিউ কীভাবে বদলে দিতে পারে একজন ক্রিকেটারের জীবন, তার উজ্জ্বল উদাহরণ সাব্বির রহমান। ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির একটি ইন্টারভিউ তার জীবনে এনে দিয়েছে নতুন দিশা। মাঠের বাইরের বিতর্ক আর জাতীয় দলের বাইরে থাকার কঠিন সময় পেরিয়ে সাব্বির এখন আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন।

গত দুই বছর সাব্বির রহমানের জন্য ছিল চরম কঠিন। জাতীয় দল থেকে বাদ পড়া, একের পর এক সমালোচনা, আর মাঠের বাইরের নানা বিতর্কের মধ্যেও তিনি হার মানেননি। একা একা কঠোর অনুশীলন চালিয়ে গেছেন। সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার টি-টেন লিগে খেলার সুযোগ পেয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন, যা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে।

সাব্বির বলেন, "বিরাট কোহলির ইন্টারভিউ থেকে শিখেছি যে গ্রিপ, টেকনিক বা ব্যাটিংয়ে ছোট ছোট পরিবর্তন কীভাবে বড় পার্থক্য আনতে পারে। আমি সেগুলো নিজের খেলায় প্রয়োগ করেছি। কঠোর পরিশ্রমই আমার সাফল্যের মূলমন্ত্র।"

এক সময় বিতর্ক আর সমালোচনায় জর্জরিত থাকলেও এখন সেগুলোই শক্তি হিসেবে কাজে লাগান সাব্বির। বিপিএলে দর্শকদের সমালোচনা নিয়ে তিনি বলেন, "ভুয়া ভুয়া বললেও আমি তা অনুপ্রেরণা হিসেবে নিই। এটা আমাকে মনে করিয়ে দেয় যে আমাকে আরও ভালো করতে হবে।"

বিপিএলের একটি ম্যাচে নয়টি ছক্কা হাঁকিয়ে আবারও জাতীয় দলে আলোচনায় এসেছেন সাব্বির। এই পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, "আমি আর একটি দিনও নষ্ট করতে চাই না। জাতীয় দলে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে।"

সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়েও তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "উনি আমার সিনিয়র প্লেয়ার। হয়তো ভালো কিছু বলতে চেয়েছেন। আমি সেটা ভুলে গেছি এবং আর মনে রাখার প্রয়োজন মনে করি না।"

বিপিএলের বাকি ম্যাচগুলোতে বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সাব্বির। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম আর ইতিবাচক মনোভাবের মাধ্যমে তিনি আবারও জাতীয় দলে জায়গা পাবেন।

৩৩ বছর বয়সী সাব্বির রহমানের জীবনে বিরাট কোহলির একটি ইন্টারভিউ এবং তার নিজের কঠোর পরিশ্রম এনে দিয়েছে আমূল পরিবর্তন। মাঠ ও জীবনের নানা বাধা অতিক্রম করে তিনি এখন মরিয়া জাতীয় দলে ফেরার জন্য। তার লক্ষ্য একটাই—নিজের সেরা পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের জার্সি পুনরুদ্ধার করা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে