ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

মালানের সঙ্গে মাঠের ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন তামিম

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২০ ১২:২১:২২
মালানের সঙ্গে মাঠের ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন তামিম

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি সম্প্রতি জাতীয় দলের হয়ে ক্রিকেটে অবসর ঘোষণা করেছেন, আবারও শিরোনামে এসেছেন। তবে, এবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর ব্যাপারে নিজে থেকে ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার দাবি, চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের ৬ উইকেটে জয়লাভের ম্যাচে ডেভিড মালানের সঙ্গে তার কোনো ধরনের বিরোধ বা ঝামেলা হয়নি। তামিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে বিস্তারিত একটি পোস্ট করেছেন।

ঘটনাটি ঘটে রোববার, যখন তামিম ও মালান একই ইনিংসে একযোগভাবে ব্যাটিং করছিলেন। বরিশালের ইনিংসের চতুর্থ ওভারে তামিম রানআউট হয়ে মাঠ ছেড়ে চলে যান। এর আগে তামিম ও মালানের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই রানআউট হয়। তবে, তামিমের মতে, এর পর যা ঘটেছিল, তা ছিল শুধুমাত্র এক ক্ষণস্থায়ী হতাশা প্রকাশ এবং মাঠে পরস্পরের মধ্যে কোনো উত্তেজনা ছিল না।

ফেসবুকে দেওয়া বিবৃতিতে তামিম বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!” তামিম আরও যোগ করেন, “মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় 'সরি' বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই।”

তামিম আরও বলেন, “কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!” তিনি আরও বলেছিলেন, “এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে।”

ফেসবুক পোস্টে তামিম একে আরো ব্যাখ্যা করে বলেন, “মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।”

তামিম ইকবালের ফেসবুক পোস্টটি শুধু মালানকে নিয়ে নয়, বরং ক্রিকেট মাঠে এমন পরিস্থিতির তীব্রতা এবং গণমাধ্যমের দায়িত্বের ওপরও একটি বার্তা দেয়। মাঠে যা ঘটে, তা অনেক সময় পুরোপুরি ফুটে ওঠে না টিভির ক্যামেরায়, এবং অনেকে এক বা দুই দৃশ্য দেখে পুরো পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা করে ফেলে। তামিমের বক্তব্যটি স্পষ্ট করে দেয় যে, খেলোয়াড়দের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি বা ক্ষণিকের হতাশা নিয়ে অতিরঞ্জিত মন্তব্য না করাই ভালো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

এবার নতুন বাহানা, চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা রাখবে না ভারত, খেপেছে পিসিবি

এবার নতুন বাহানা, চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা রাখবে না ভারত, খেপেছে পিসিবি

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান, তবে ভারতের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা এবার ক্রীড়াক্ষেত্রে আবারো নতুন বিতর্কের জন্ম দিয়েছে। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত... বিস্তারিত

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

বিগ ব্যাশ হোবার্ট হারিকেন্স-সিডনি সিক্সার্স স্টার স্পোর্টস ২, দুপুর ২:৩০ এসএ টোয়েন্টি ডারবানস সুপার জায়ান্টস-এমআই কেপ টাউন স্টার স্পোর্টস ২, রাত ৯:৩০ ফেডারেশন কাপ আবাহনী-ফকিরেরপুল চট্টগ্রাম আবাহনী-রহতমতগঞ্জ টি স্পোর্টস... বিস্তারিত



রে