ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

এবার নতুন বাহানা, চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা রাখবে না ভারত, খেপেছে পিসিবি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২১ ১২:৫৫:৩৪
এবার নতুন বাহানা, চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা রাখবে না ভারত, খেপেছে পিসিবি

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান, তবে ভারতের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা এবার ক্রীড়াক্ষেত্রে আবারো নতুন বিতর্কের জন্ম দিয়েছে। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পাকিস্তান স্বাগতিক দেশ হলেও ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। এবার নতুন এক ইস্যু তৈরি হয়েছে, যা আবারও ভারতের পক্ষ থেকে এসেছে।

ভারতের আপত্তি, পাকিস্তানের ক্ষোভ

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লেখাতে অস্বীকৃতি জানিয়েছে। সাধারণত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক দেশের নাম জার্সিতে লেখা হয়, কিন্তু ভারতের এই সিদ্ধান্তে তা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।

এ খবর জানার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় বোর্ড ক্রমাগত ক্রিকেটে রাজনীতি মেশাচ্ছে এবং এটি খেলাটির জন্য ভাল নয়।

‘ভারত পাকিস্তান সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অধিনায়ক পাঠাবে না, আর এখন জার্সিতেও পাকিস্তানের নাম না রাখার চেষ্টা করছে। এটি ক্রিকেটের জন্য ক্ষতিকর,’ এমন মন্তব্য করেছেন তিনি।

ক্রিকেটের নিয়ম ভঙ্গের অভিযোগ

বৈশ্বিক টুর্নামেন্টে সাধারণত আয়োজক দেশের নাম ও সাল জার্সিতে লেখা থাকে, এমনকি টুর্নামেন্ট যদি অন্য দেশে চলে যায়, তাও আয়োজক দেশের নাম পরিবর্তন হয় না। উদাহরণ হিসেবে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেলেও, সব দলের জার্সিতে 'ভারত ২০২১' লেখা ছিল।

তবে এবারে পাকিস্তান স্বাগতিক হলেও ভারতীয় দল সব ম্যাচ খেলবে আরব আমিরাতে, কিন্তু ভারতীয় জার্সিতে পাকিস্তান নামটি থাকছে না বলে আপত্তি তুলেছে বিসিসিআই।

পিসিবির অভিযোগ ও আইসিসির ভূমিকা

পিসিবির দাবি, ভারতের এমন পদক্ষেপ ক্রিকেটকে রাজনৈতিক সমস্যায় পরিণত করছে। তারা আরও যোগ করেছে যে, আইসিসি অবশ্যই এ ধরনের আচরণ প্রতিরোধ করবে এবং পাকিস্তানের পক্ষ নেবে।অপরদিকে, আইসিসি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে সবার নজর এখন থাকবে সংগঠনটির পরবর্তী পদক্ষেপের দিকে।

বিসিসিআইয়ের অবস্থান

বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান স্পষ্ট করেনি, তবে তারা ইতোমধ্যেই পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানিয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অধিনায়ক পাঠানোর ব্যাপারেও ইচ্ছুক নয়। চ্যাম্পিয়নস ট্রফির জার্সি ইস্যু নিয়ে তাদের এই পদক্ষেপ আরও নতুন বিতর্ক তৈরি করেছে।

এখন কী হবে?

এই নতুন বিতর্কের মধ্যে টুর্নামেন্টের অন্যান্য দিকগুলোও আলোচনায় চলে এসেছে। ভারতের জার্সিতে পাকিস্তান নাম না থাকলে কি আইসিসি কোনো পদক্ষেপ নেবে? পাকিস্তান এর প্রতি তীব্র প্রতিক্রিয়া জানালেও, ভারতীয় বোর্ড এই ইস্যুতে আপাতত তাদের অবস্থান পরিবর্তন করতে রাজি নয়।

এভাবে চলতে থাকলে চ্যাম্পিয়নস ট্রফির সুষ্ঠু আয়োজনে একটি বড় প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, যা কেবল দুই দেশের নয়, গোটা আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই সমস্যা হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

বিগ ব্যাশ হোবার্ট হারিকেন্স-সিডনি সিক্সার্স স্টার স্পোর্টস ২, দুপুর ২:৩০ এসএ টোয়েন্টি ডারবানস সুপার জায়ান্টস-এমআই কেপ টাউন স্টার স্পোর্টস ২, রাত ৯:৩০ ফেডারেশন কাপ আবাহনী-ফকিরেরপুল চট্টগ্রাম আবাহনী-রহতমতগঞ্জ টি স্পোর্টস... বিস্তারিত



রে