ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

অবস্থা ব্যাপক খারাপ: পুলিশসহ আহত ১২ জন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২১ ১৯:০৭:৫৫
অবস্থা ব্যাপক খারাপ: পুলিশসহ আহত ১২ জন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সিলেট-ঢাকা মহাসড়কের টুকেরগাঁও বৌবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি টুকেরগাঁও বৌবাজারে মাছ কেনা নিয়ে নয়াগাঙ্গেরপাড় গ্রামের বাসিন্দা সম্রাট এবং ইসলামপুর গ্রামের শাহ আলমের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ঘটনাটি তখনই ছোটখাটো সংঘর্ষে রূপ নেয়, যাতে দুপক্ষের ৪ জন আহত হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার জন্য সালিশের উদ্যোগ নেন।

তবে মঙ্গলবার সকালে নয়াগাঙ্গেরপাড় গ্রামের কিছু লোক বৌবাজারে এলে ইসলামপুর ও বৌবাজার এলাকার লোকজন তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।

দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া চলে। তিন গ্রামের লোকজনের এ সংঘর্ষে সিলেট-ঢাকা মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় জানিয়েছেন, সংঘর্ষে আহত ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।”

পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ধরনের সংঘর্ষে এলাকার জনজীবন যেমন ব্যাহত হয়, তেমনি নিরাপত্তা পরিস্থিতিও প্রশ্নের মুখে পড়ে। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

বিগ ব্যাশ হোবার্ট হারিকেন্স-সিডনি সিক্সার্স স্টার স্পোর্টস ২, দুপুর ২:৩০ এসএ টোয়েন্টি ডারবানস সুপার জায়ান্টস-এমআই কেপ টাউন স্টার স্পোর্টস ২, রাত ৯:৩০ ফেডারেশন কাপ আবাহনী-ফকিরেরপুল চট্টগ্রাম আবাহনী-রহতমতগঞ্জ টি স্পোর্টস... বিস্তারিত



রে