ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

তুরস্কের পর্বতে স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬৬, আহত ৫১

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২১ ১৯:৩৬:৪৯
তুরস্কের পর্বতে স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬৬, আহত ৫১

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পর্বতের চূড়ায় অবস্থিত কার্তালকায়া স্কি রিসোর্টের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত এবং আরও ৫১ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় আতঙ্কিত হোটেল অতিথিদের মধ্যে অনেকে জানালা দিয়ে লাফিয়ে পড়েন, যার ফলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে রিসোর্টের গ্র্যান্ড কার্টাল হোটেলের ১২ তলায় আগুন লাগে। আগুন দ্রুত হোটেলের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে, ফলে আতঙ্কিত অতিথিরা পালানোর চেষ্টা করেন। এ সময় হোটেলে প্রায় ২৩৮ জন অতিথি অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তুরস্কের টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, ভবনের নিচে অ্যাম্বুলেন্স এবং দমকল ইঞ্জিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। আগুন থেকে বাঁচার জন্য হোটেলের বিভিন্ন তলার জানালা দিয়ে বিছানার চাঁদর বেঁধে পালানোর চেষ্টা করতে দেখা যায় অনেক অতিথিকে।

হোটেলের এক অতিথি স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভিকে বলেন, "আগুন থেকে বাঁচতে লোকজন জানালা দিয়ে লাফিয়ে পড়ছিল। ছাদেও দুজন নারীকে দেখা যায়, যারা পরে লাফিয়ে পড়েন।"

অন্য এক অতিথি একোল টিভিকে জানান, "আমরা আগুনের তাপে ঘুম থেকে জেগে উঠি। কোনো সতর্ক সংকেত শোনা যায়নি। পরে ধোঁয়ার মধ্যে করিডোর দিয়ে হেঁটে নীচের জানালা দিয়ে তুষারের ওপর লাফ দিই।"

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া জানান, অগ্নিকাণ্ডের পরপরই দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৪৫ মিনিটের মধ্যে কাজ শুরু করা হলেও, আগুন নেভাতে অনেকটা সময় লেগে যায়। হোটেলটি পর্বতের ঢালে অবস্থিত হওয়ায় আগুন নেভানোর কাজ সামনে এবং পাশের দিক থেকে চালাতে হয়েছে।

তিনি আরও বলেন, "আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তবে ভবনের পেছনের অংশ এখনো শীতল করার চেষ্টা চলছে।"

অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। এ ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুড়ে যাওয়া হোটেলটি থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা গেছে। এই ভয়াবহ ঘটনায় তুরস্কের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দেশজুড়ে প্রার্থনা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

বিগ ব্যাশ হোবার্ট হারিকেন্স-সিডনি সিক্সার্স স্টার স্পোর্টস ২, দুপুর ২:৩০ এসএ টোয়েন্টি ডারবানস সুপার জায়ান্টস-এমআই কেপ টাউন স্টার স্পোর্টস ২, রাত ৯:৩০ ফেডারেশন কাপ আবাহনী-ফকিরেরপুল চট্টগ্রাম আবাহনী-রহতমতগঞ্জ টি স্পোর্টস... বিস্তারিত



রে