ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

নাহিদ রানার নাম পাল্টে দিলো পেশোয়ার জালমি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২২ ০১:২৬:৩৪
নাহিদ রানার নাম পাল্টে দিলো পেশোয়ার জালমি

দুই পাশে দুটি বাঘ, মাঝখানে পেশোয়ার জালমির জার্সি পরা এক ক্রিকেটার—এটি নাহিদ রানার নতুন পরিচয়ের ছবি। গতি আর ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের এই তরুণ পেসার নজর কেড়েছেন সবার। এবার পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি তাকে আখ্যা দিলো ‘বেঙ্গল টাইগার’ নামে।

পিএসএলে পেশোয়ারের হয়ে নতুন যাত্রা

আগামী এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম আসর। এই আসরে পেশোয়ার জালমির হয়ে খেলবেন ২২ বছর বয়সী নাহিদ রানা। পাকিস্তানের মাটিতে সম্প্রতি টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তার গতি, লাইন-লেংথ এবং ধারাবাহিক বোলিং তাকে পিএসএলে পেশোয়ারের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পেশোয়ার জালমি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। পোস্টে তারা লিখেছে, “আমাদের বেঙ্গল টাইগার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগের দশম আসরে গর্জন শোনাতে যাচ্ছে।”

একাদশে নিশ্চিত জায়গা, পেস আক্রমণের নেতা

পেশোয়ার জালমির স্কোয়াডে নাহিদের জায়গা প্রায় নিশ্চিত। বাবর আজমের নেতৃত্বাধীন এই দলে পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে হবে তাকে। তার রো পেস (কাঁচা গতি) এবং নিখুঁত লাইন-লেংথ প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর হতে পারে।

নাহিদের সঙ্গে পেশোয়ার দলে আছেন সাইম আইয়ুব, টম কোহলার ক্যাডমোর, মোহাম্মদ হারিস, আলজারি জোসেফ, নাজিবুল্লাহ জাদরান, হুসেইন তালাতসহ এক ঝাঁক তারকা। তারকা খচিত এই দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশি এই পেসারকে।

বাংলাদেশিদের জন্য পিএসএলে বড় মঞ্চ

নাহিদ রানার সঙ্গে এবারের পিএসএলে আরও দুই বাংলাদেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন। করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস, যিনি ওপেন করবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে। অন্যদিকে লাহোর কালান্দার্স দলে জায়গা পেয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনজনের জন্যই এটি হবে নিজেদের প্রমাণের বড় মঞ্চ।

নাহিদের পিএসএল যাত্রার প্রভাব

পিএসএল নাহিদের জন্য শুধুমাত্র একটি ফ্র্যাঞ্চাইজি লিগ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরার একটি সুবর্ণ সুযোগ। পাকিস্তান সুপার লিগে ভালো পারফরম্যান্স তার ক্যারিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। পেশোয়ার জালমির হয়ে তার সাফল্য বাংলাদেশ ক্রিকেটের জন্যও গর্বের বিষয় হতে পারে।

বাংলাদেশি ক্রিকেটারদের বৈশ্বিক মঞ্চে আরও বেশি স্বীকৃতি এনে দেওয়ার এই যাত্রায় নাহিদ রানা, লিটন দাস, এবং রিশাদ হোসেনের পারফরম্যান্স ঘিরে ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

বিগ ব্যাশ হোবার্ট হারিকেন্স-সিডনি সিক্সার্স স্টার স্পোর্টস ২, দুপুর ২:৩০ এসএ টোয়েন্টি ডারবানস সুপার জায়ান্টস-এমআই কেপ টাউন স্টার স্পোর্টস ২, রাত ৯:৩০ ফেডারেশন কাপ আবাহনী-ফকিরেরপুল চট্টগ্রাম আবাহনী-রহতমতগঞ্জ টি স্পোর্টস... বিস্তারিত



রে