ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: ভিসা প্রত্যাশীদের জন্য বিশাল সুখবর, বাংলাদেশীদের জন্য এলো ৪ হাজার ভিসার ঘোষণা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২২ ১০:৫০:০৮
ব্রেকিং নিউজ: ভিসা প্রত্যাশীদের জন্য বিশাল সুখবর, বাংলাদেশীদের জন্য এলো ৪ হাজার ভিসার ঘোষণা

কর্মী সংকটে জর্জরিত ইউরোপের দেশ গ্রিস ২০২৫ সালের জন্য ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এর মধ্যে ৪ হাজার বাংলাদেশি কর্মীও থাকছেন, যাদের ভিসা প্রদানের বিষয়টি আগের চুক্তির আওতায় নিশ্চিত করেছে গ্রিস সরকার।

গ্রিসের নতুন কর্মী নিয়োগ পরিকল্পনা

গ্রিসের মন্ত্রিসভা তৃতীয় দেশ থেকে অভিবাসী শ্রমিক আনার অনুমোদন দিয়ে একটি গেজেট পাস করেছে। দেশটির পর্যটন, নির্মাণ, কৃষি ও খাদ্যশিল্পে প্রায় ৩ লাখ কর্মীর ঘাটতি রয়েছে বলে জানা গেছে। নতুন এই পরিকল্পনা সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

কোন খাতে নিয়োগ বেশি?

গ্রিসের শ্রমবাজারে ডিশওয়াশার, ওয়েটার, শেফ, পরিচ্ছন্নতাকর্মী, নির্মাণ শ্রমিক এবং ভারি যন্ত্রপাতি চালনার মতো কাজে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে। বিশেষ করে কৃষিখাতে শ্রমিক সংকট অনেকদিন ধরেই তীব্র।

২০২৫ সালের গেজেট অনুযায়ী, যে ধরনের নিয়োগ হবে:

  • ৪৫,৬৭০ জন সিজনাল ভিসায় নিয়ে আসা হবে।
  • ৪১,৬৭০ জন নির্ভরশীল ভিসায় (স্পন্সর ভিসা)।
  • ২,০০০ জন উচ্চ দক্ষতার কাজে নিয়োগ পাবেন।

এর মধ্যে প্রায় ৯ হাজার কর্মী বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন।

বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ

২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিস সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, ৪ হাজার বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে কাজের সুযোগ পাবেন।

অন্যদিকে, মিশরের সঙ্গে হওয়া ২০২৩ সালের চুক্তির আওতায় দেশটি ৫ হাজার মিশরীয় শ্রমিক পাঠাবে কৃষিখাতে মৌসুমি কাজের জন্য।

ভিসা প্রক্রিয়ায় জটিলতা

তবে বাংলাদেশের ভিসা প্রত্যাশীরা কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন। গ্রিসের বাংলাদেশে কোনো দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে। ফলে দুই বছরের বেশি সময় পার হলেও ভিসা প্রদানে বিশেষ অগ্রগতি হয়নি।

গ্রিসের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সম্ভাবনা

বাংলাদেশি কর্মীদের জন্য গ্রিসে কাজের সুযোগ একটি বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এটি শুধু তাদের আর্থিক অবস্থার উন্নয়নেই ভূমিকা রাখবে না, বরং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।

উপসংহারগ্রিসের এই কর্মী নিয়োগ উদ্যোগ দেশটির শ্রমঘাটতি মেটানোর পাশাপাশি বাংলাদেশের অভিবাসী কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। তবে ভিসা প্রক্রিয়ার জটিলতা দূর করার ক্ষেত্রে দুই দেশের সমন্বিত উদ্যোগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

বিগ ব্যাশ হোবার্ট হারিকেন্স-সিডনি সিক্সার্স স্টার স্পোর্টস ২, দুপুর ২:৩০ এসএ টোয়েন্টি ডারবানস সুপার জায়ান্টস-এমআই কেপ টাউন স্টার স্পোর্টস ২, রাত ৯:৩০ ফেডারেশন কাপ আবাহনী-ফকিরেরপুল চট্টগ্রাম আবাহনী-রহতমতগঞ্জ টি স্পোর্টস... বিস্তারিত



রে