ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ নারী দল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২২ ১১:৫১:২২
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল ইতিহাস তৈরি করল সেন্ট কিটসে। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ৬০ রানের বিশাল জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ের মাধ্যমে নারী ক্রিকেটে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেল বাংলাদেশ।

জয়ের গুরুত্ব

এই জয় শুধু ঐতিহাসিকই নয়, এটি ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন জিইয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে হলে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারাতে হবে। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে গেল।

ম্যাচের প্রধান ঘটনাবলি

বুধবার (২২ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির লড়াকু ৬৮ রানের ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ দল ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয়।

জবাবে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলারদের দারুণ পারফর্মেন্সে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয় ক্যারিবীয় নারীরা।

নিগার সুলতানার লড়াকু ইনিংস

বাংলাদেশের ইনিংসের ভিত্তি স্থাপন করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন সোবহানা মুশতারির সঙ্গে ৫১ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। সোবহানা ৩২ বলে ২৩ রান করে আউট হলে জ্যোতি স্বর্ণা আক্তারকে নিয়ে ইনিংস এগিয়ে নেন।

জ্যোতি ১২০ বলে ৭টি চারের সাহায্যে ৬৮ রানের অসাধারণ ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে আউট হলে বাংলাদেশের ইনিংস থামে ১৮৪ রানে। স্বর্ণা আক্তার করেন ২৯ বলে ২১ রান।

বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনী

১৮৫ রানের পুঁজি নিয়ে বল হাতে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। মারুফা আক্তার প্রথমেই কিয়ানা জোসেফকে উইকেটের পেছনে ক্যাচ বানান। এরপর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউসকে নবম ওভারে আউট করেন নাহিদা আক্তার।

দান্দেন্দ্র ডটিনকেও শিকার করেন মারুফা। একপ্রান্ত ধরে রাখার চেষ্টা করা শেমাইন ক্যাম্পবেলকে (২৮ রান) সরাসরি বোল্ড করে ক্যারিবীয়দের প্রতিরোধ ভেঙে দেন নাহিদা।

লেগ স্পিনার ফাহিমা খাতুন ১৭ রানে ২ উইকেট এবং রাবেয়া খান ১৯ রানে ২ উইকেট নিয়ে বোলিংয়ে অবদান রাখেন। নাহিদা আক্তার ম্যাচে নেন ৩৫ রানে ৩ উইকেট।

শেষ পর্যন্ত জয়

৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ নারী দল। এই অসাধারণ পারফর্মেন্সের মাধ্যমে ৬০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই ঐতিহাসিক জয় নিঃসন্দেহে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য একটি বড় অর্জন। সিরিজে টিকে থাকার পাশাপাশি বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় ও শেষ ম্যাচে জয় নিশ্চিত করে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিগার সুলতানার দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

বিগ ব্যাশ হোবার্ট হারিকেন্স-সিডনি সিক্সার্স স্টার স্পোর্টস ২, দুপুর ২:৩০ এসএ টোয়েন্টি ডারবানস সুপার জায়ান্টস-এমআই কেপ টাউন স্টার স্পোর্টস ২, রাত ৯:৩০ ফেডারেশন কাপ আবাহনী-ফকিরেরপুল চট্টগ্রাম আবাহনী-রহতমতগঞ্জ টি স্পোর্টস... বিস্তারিত



রে