ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরে তল্লাশির পর যা জানা গেল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২২ ১৩:২৩:০৮
শাহজালাল বিমানবন্দরে তল্লাশির পর যা জানা গেল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর আজ সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময়ের তল্লাশির পর বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।

আজ সকাল ৯টা ২০ মিনিটে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি ইতালি থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি অবতরণের পর তড়িঘড়ি যাত্রীদের এবং বিমান ক্রুকে নিরাপদে সরিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। এরপর সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট পুরো বিমানটি তল্লাশি করতে শুরু করে। তারা বিমানের সিট, করিডোর, টয়লেট, ক্যাফে ইত্যাদি সমস্ত জায়গা খুঁটিয়ে খুঁজে দেখে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, "তল্লাশির কাজ প্রায় শেষ, তবে বিমানটিতে কোনো বোমা পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে যাত্রীদের লাগেজ ফেরত দেওয়া হবে।"

উল্লেখ্য, এই ফ্লাইটে বোমা হামলার হুমকি একটি অপরিচিত নম্বর থেকে ফোনে দেওয়া হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক হয়ে পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে দ্রুত তল্লাশির ব্যবস্থা গ্রহণ করে। সবশেষে নিরাপদে যাত্রীরা এবং ক্রু বিমান থেকে নামেন এবং বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এবং সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

বিগ ব্যাশ হোবার্ট হারিকেন্স-সিডনি সিক্সার্স স্টার স্পোর্টস ২, দুপুর ২:৩০ এসএ টোয়েন্টি ডারবানস সুপার জায়ান্টস-এমআই কেপ টাউন স্টার স্পোর্টস ২, রাত ৯:৩০ ফেডারেশন কাপ আবাহনী-ফকিরেরপুল চট্টগ্রাম আবাহনী-রহতমতগঞ্জ টি স্পোর্টস... বিস্তারিত



রে