ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সবাইকে অবাক করে ২ চমক দিয়ে, কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৯ ১৬:৪৩:৫৯
সবাইকে অবাক করে ২ চমক দিয়ে, কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটের বিশাল হারের পর, সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের। প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের কারণে তারা মাত্র ১২৭ রানে গুটিয়ে যায়, যা সহজেই জয় পায় ভারত।

এবার তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন, দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ? চলুন সম্ভাব্য সেরা একাদশটি এক নজরে দেখে নিই।

ওপেনিংয়ে আরেকটি সুযোগ পেতে পারেন পারভেজ হোসেন ইমন, তার সঙ্গী হবেন লিটন দাস। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নামবেন। হার্ড হিটার তাওহীদ হৃদয় আসবেন চারে। পাঁচ নম্বরে থাকবেন টি-টোয়েন্টি থেকে বিদায় নিতে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ।

ছয় নম্বরে দেখা যেতে পারে জাকের আলী অনিককে। সাত নম্বরে মেহেদী হাসান মিরাজ। বোলিং অলরাউন্ডার হিসেবে রিশাদ হোসেন থাকবেন আট নম্বরে। পেস আক্রমণে থাকবেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক) লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে