ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: চট্টগ্রামের সিইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২৩ ০০:০৬:১২
ব্রেকিং নিউজ: চট্টগ্রামের সিইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও, সিইপিজেড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানায় শিল্প পুলিশ।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান সারাবাংলাকে জানান, সিইপিজেডের ভেতরে নির্মাণাধীন একটি ভবনে কয়েকজন চোর প্রবেশ করেছিল। তাদের নিজস্ব সিকিউরিটি সদস্যরা তিনজনকে আটক করে। তবে কিছুক্ষণ পরেই আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, ওই নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে কিছু শ্রমিককে আটকিয়ে মারধর করা হচ্ছে। গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়ে এবং কয়েকটি কারখানার শতাধিক শ্রমিক রাস্তায় নেমে আসেন।

এ সময় শ্রমিকরা নির্মাণাধীন ভবনের দিকে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি অবনতি হলে ইপিজেড থানা, শিল্প পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

শিল্প পুলিশের এসপি সুলাইমান আরও জানান, এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়েছে এবং শ্রমিকদের বেশিরভাগই ফিরে গেছেন। তবে সংঘর্ষে কিছু শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে, কিন্তু তা গুরুতর নয়।

এ ঘটনার পর সিইপিজেড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে