ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরীক্ষা না দিয়েও পাস করলেন ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২৩ ১৫:০১:৩৭
পরীক্ষা না দিয়েও পাস করলেন ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী, যিনি বর্তমানে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, একটি মিডটার্ম পরীক্ষা না দিয়েও পাস করেছেন। পরীক্ষায় অংশগ্রহণ না করেও ফলাফল পাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

এই ঘটনায়, অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে ঐশীকে পাস করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তার ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে, কীভাবে একজন শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে পাস করলেন।

২২ জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং এর জন্য একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ঐশী বর্তমানে শহীদ আবু সাঈদ হত্যার পর থেকে পলাতক রয়েছেন এবং তার সহপাঠীরা পরীক্ষা না দিয়েও পাস করার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে অভিযুক্ত অধ্যাপক ড. রুহুল আমীন দাবি করেছেন যে, তিনি ঐশীকে আগেই পরীক্ষা গ্রহণ করেছেন এবং তার পরীক্ষার বিষয়ে আরও কোনো তথ্য জানেন না।

এ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এর যথাযথ তদন্তের জন্য কর্তৃপক্ষের প্রতি দাবী উঠেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে