ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

দাবি না মানলে রাস্তায় নামার হুঁশিয়ারি জামায়াতের

২০২৫ জানুয়ারি ২৪ ২২:২৫:০১
দাবি না মানলে রাস্তায় নামার হুঁশিয়ারি জামায়াতের

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আযহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

সরকারকে ফ্যাসিস্ট আখ্যা

সভায় বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এ টি এম আযহারুল ইসলামকে কারাগারে বন্দি করে রেখেছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, কিন্তু আমাদের আযহার ভাই এখনো বন্দিশালায়। আমরা এ অবিচার মেনে নিতে পারি না।”

বিচারে গড়িমসি না করার আহ্বান

ডা. শফিকুর রহমান সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, “আমরা বিচারের নামে কোনো গড়িমসি দেখতে চাই না। আমাদের স্পষ্ট দাবি, আযহার ভাইয়ের ওপর ইনসাফ করুন এবং দ্রুত তাকে মুক্তি দিন। অন্যথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।”

সারা দেশে আন্দোলনের ডাক

তিনি আরও বলেন, “এ টি এম আযহারকে মুক্তি না দিলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দাবানল জ্বলে উঠবে। অতএব, আর কোনো জুলুম না করে ভালোয় ভালোয় তাকে মুক্তি দিন।”

আন্দোলনের প্রস্তুতির আহ্বান

সভায় উপস্থিত নেতাকর্মীদের প্রতি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় আমাদের সোচ্চার হতে হবে। নির্যাতনের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান নিতে হবে। এই সরকার গণতন্ত্র ও ন্যায়বিচারকে পদদলিত করেছে। আমরা এই অবস্থার পরিবর্তন আনতে আন্দোলনে নামব।”

ডা. শফিকুর রহমানের এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে উত্তেজনা এবং প্রতিক্রিয়া দেখা যায়। দলীয় নেতারা এ সময় সরকারের প্রতি দ্রুত এ টি এম আযহারুল ইসলামের মুক্তির দাবি জানান এবং আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

সভা শেষে ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করার ইঙ্গিত দেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

ভিনিসিয়ুস-রদ্রিগোর নৈপুণ্যে রিয়ালের বড় জয়, পরের রাউন্ডের আশা জিইয়ে রাখল

ভিনিসিয়ুস-রদ্রিগোর নৈপুণ্যে রিয়ালের বড় জয়, পরের রাউন্ডের আশা জিইয়ে রাখল

চ্যাম্পিয়ন্স লিগের শুরুর পর্বেই বিদায়ের শঙ্কায় ছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এমন শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে... বিস্তারিত



রে