ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

এইমাত্র পাওয়া: প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ, জানা গেল খবরের সত্যতা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২৫ ১৫:৫১:৩৪
এইমাত্র পাওয়া: প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ, জানা গেল খবরের সত্যতা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে যুবলীগের নেতাকর্মীরা শোডাউনের আয়োজন করেন। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) এবং একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫)। আজ (শনিবার) তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবে উদ্বুদ্ধ হয়ে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার এলাকায় যুবলীগের নেতাকর্মীরা শোডাউনের আয়োজন করেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ইব্রাহিম খলিল রাসেল ও গোলাম কিবরিয়া লিটনকে আটক করে।

আটককৃতদের মধ্যে রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের একজন সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, “শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।”

এই ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে