ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

পটুয়াখালীতে আজহারীর তাফসির মাহফিল: লাখো মানুষের উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২৫ ১৯:৪৩:৩৪
পটুয়াখালীতে আজহারীর তাফসির মাহফিল: লাখো মানুষের উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ

পটুয়াখালীর কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে অনুষ্ঠিত ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলে লাখো মানুষের সমাগম হয়েছে। শনিবার দুপুর ২টায় আয়োজক কমিটির সভাপতি ও জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান আনুষ্ঠানিকভাবে এই মাহফিলের উদ্বোধন করেন।

শুক্রবার দুপুর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা মাহফিল প্রাঙ্গণে আসতে শুরু করেন। মাঠের জায়গা পূর্ণ হয়ে যাওয়ায় আশপাশের এলাকায়ও মানুষ অবস্থান নিয়েছেন। আয়োজকরা বলছেন, মাহফিলের জন্য প্রস্তুত করা ১০টি মাঠে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি হতে পারে।

আজহারীর আগমন ঘিরে উদ্দীপনা

জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী শনিবার বিকেলে হেলিকপ্টারে পটুয়াখালীতে পৌঁছাবেন। তার প্রধান আলোচনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এশার নামাজের পর তিনি তাফসির পেশ করবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটি।

বিশেষ অতিথি ও আলোচকরা

মাহফিলের অন্যতম অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। আরও উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

দেশের অন্যান্য বরেণ্য মুফাসসিররাও মাহফিলে অংশ নিচ্ছেন এবং ধর্মীয় আলোচনায় অংশ নিচ্ছেন। মাহফিলটি ধর্মপ্রাণ মানুষের জন্য এক বিরল সুযোগ হয়ে উঠেছে।

নিরাপত্তা ও সেবার বিশেষ আয়োজন

মাহফিল ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ৫০টি এলইডি স্ক্রিন ও ৬০০ মাইক, যাতে দূর থেকেও মাহফিল উপভোগ করা যায়।

নারীদের জন্য আলাদা তিনটি মাঠ তৈরি করা হয়েছে। জনসমাগম সামলাতে ১২০০ অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গার ব্যবস্থা রাখা হয়েছে।

ধর্মীয় উন্মাদনা ও মানুষের প্রত্যাশা

মাহফিলে আগত মুসল্লিরা জানিয়েছেন, এই আয়োজন তাদের কাছে এক বিশেষ উৎসবের মতো। ড. মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনার জন্য সবার মধ্যে প্রবল আগ্রহ বিরাজ করছে।

আয়োজকদের প্রতিক্রিয়া

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, "ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার আগমনে লাখো মানুষের সমাগম আমাদের জন্য এক বিরল সম্মান। আশা করি, মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।"

উৎসবমুখর পটুয়াখালী

মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই মাহফিলকে ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতির এক মহান বার্তা হিসেবে দেখছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজকরা বলছেন, মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

এটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং পটুয়াখালীবাসীর জন্য এক স্মরণীয় দিন হয়ে উঠেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে