ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস: পুরো ২০ ওভার বল করলেন স্পিনাররা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২৬ ১১:৫৭:২৫
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস: পুরো ২০ ওভার বল করলেন স্পিনাররা

পেস বোলিং সহায়ক পিচের জন্য খ্যাত দক্ষিণ আফ্রিকা এবার ব্যতিক্রমী এক ইতিহাস গড়েছে। দেশটির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ-২০-তে প্রথমবারের মতো একটি ইনিংসের পুরো ২০ ওভার বল করেছেন স্পিনাররা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এটি প্রথম এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এটি মাত্র তৃতীয়বার ঘটল। এই ঐতিহাসিক ম্যাচে জয় পেয়েছে জো রুট, মুজিব-উর রহমান ও দুনিথ ভেল্লালাগের দল পার্ল রয়্যালস।

ম্যাচের বিবরণ

শনিবার পার্লের বোল্যান্ড পার্কে স্বাগতিক পার্ল রয়্যালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের মধ্যে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। আগে ব্যাট করতে নেমে পার্ল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে। ইংলিশ তারকা জো রুট সর্বোচ্চ ৭৮ রান করেন এবং অধিনায়ক ডেভিড মিলার যোগ করেন ২৯ রান।

১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্পিনারদের ঘূর্ণিতে বিপর্যস্ত হয় প্রিটোরিয়া ক্যাপিটালস। কোনো পেসার ছাড়াই পার্ল রয়্যালস প্রতিপক্ষকে ১২৯ রানে আটকে দেয় এবং ১১ রানের জয়ে চলমান টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করে।

স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্স

পার্ল রয়্যালস ম্যাচটিতে পাঁচজন স্পিনার ব্যবহার করে। এর মধ্যে মুজিব-উর রহমান, জো রুট এবং বর্ন ফরচুইন সর্বোচ্চ ২টি করে উইকেট নেন। দুনিথ ভেল্লালাগে শিকার করেন ১ উইকেট। একমাত্র স্পিনার হিসেবে উইকেট শূন্য ছিলেন কেভিন কোটজি।

প্রিটোরিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন উইল জ্যাকস (৫৬) এবং কাইল ভেরাইনে (৩০)। তবে দলটির বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ, কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

স্পিন দিয়ে ইতিহাস

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো পুরো ২০ ওভার স্পিন দিয়ে বোলিং করার ঘটনা এই ম্যাচেই ঘটেছে। এর আগে ২০১৯ সালে শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট এসএলসি টি-২০-তে প্রথমবার এমন কীর্তি গড়েছিল লঙ্কান ক্রিকেট ক্লাব। এছাড়া ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়া পুরো ২০ ওভার স্পিন বোলিং করেছিল।

পয়েন্ট তালিকায় শীর্ষে পার্ল রয়্যালস

এই জয়ে পার্ল রয়্যালস টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। ৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এমআই কেপটাউন।

স্পিনের সাফল্যে নতুন দৃষ্টান্ত

দক্ষিণ আফ্রিকার এসএ-২০ টুর্নামেন্টের এই ম্যাচটি প্রমাণ করে, পেসারদের জন্য খ্যাত পিচেও স্পিনাররা কার্যকর হতে পারেন। স্পিনের এমন প্রভাব দলগুলোর কৌশল পরিবর্তন এবং নতুন পরিকল্পনা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে