ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

বিপিএলের প্লে-অফ নিশ্চিত বরিশালের, বিদায় সিলেট

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ২৬ ১৭:১৯:৩১
বিপিএলের প্লে-অফ নিশ্চিত বরিশালের, বিদায় সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে ফরচুন বরিশাল নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে প্লে-অফ নিশ্চিত করেছে। রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্স। তবে তাদের সিদ্ধান্ত যে ভুল ছিল, তা প্রমাণ হয় বরিশালের বোলারদের আগুনঝরা পারফরম্যান্সে। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট। ফাহিম একাই শিকার করেন ৫টি উইকেট, যা তাকে ম্যাচের সেরা পারফরমারদের তালিকায় নিয়ে যায়। সিলেটের ব্যাটিং লাইনআপে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি, ফলে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই চলে যায় বরিশালের হাতে।

মাত্র ১১৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে ফরচুন বরিশাল। শুরুতেই তামিম ইকবাল এবং তাওহীদ হৃদয় জুটি দারুণ সূচনা করেন। প্রথম দুই ওভারেই তারা তুলে নেন ২০ রান। তবে তৃতীয় ওভারেই আউট হয়ে যান তাওহীদ হৃদয়। মাত্র ৭ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন ডেভিড মালান। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ বলে ৯ রান করে সুমন খানের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন।

শুরুতে দুই উইকেট হারানোর পর বরিশালের ইনিংসকে টেনে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বরিশাল কোনো চাপ অনুভব করেনি। তামিম ৫১ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে মুশফিক ৩০ বলে ৪২ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাদের ৮১ রানের অপরাজিত জুটিতে বরিশাল ১৫ ওভার ৪ বলেই জয় নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল বিপিএলের চলতি আসরে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিল। এর আগে রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল। বরিশালের দাপুটে পারফরম্যান্সে তাদের শিরোপার দৌড়ে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফাহিম আশরাফের বোলিং নজর কেড়েছে সবার। তার ৫ উইকেট সিলেটকে ব্যাকফুটে ঠেলে দেয়। পাশাপাশি তামিম ও মুশফিকের ব্যাটিং পারফরম্যান্স বরিশালের জয়কে সহজ করে তোলে।

বরিশালের এই দাপুটে জয় দলটির সমর্থকদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। এবার প্লে-অফে তারা কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে