ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ফুটবলের সব ইতিহাস উল্টে পাল্টে দিয়ে একমাত্র ফুটবলার হিসেবে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ৩১ ১৫:১৪:০৫
ফুটবলের সব ইতিহাস উল্টে পাল্টে দিয়ে একমাত্র ফুটবলার হিসেবে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো আরও একটি ঐতিহাসিক রেকর্ডের অধিকারী হলেন! সৌদি প্রো লিগে আল-রেদের বিরুদ্ধে আল-নাসরের জয়কে স্মরণীয় করে তুললেন রোনালদো।

আল-নাসর ২-১ গোলের ব্যবধানে আল-রেদকে পরাজিত করে, যেখানে রোনালদো গোল করেছেন এবং একটি অ্যাসিস্টও করেছেন। এই ম্যাচে সাফল্যের সাথে তিনি নতুন একটি রেকর্ড গড়েছেন। বয়স ৩৯ বছর হলেও, রোনালদো ইতিহাসে প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে ৭০০টি অফিসিয়াল ক্লাব জয়ের মাইলফলক স্পর্শ করেছেন, যা সত্যিই অসাধারণ অর্জন।

আল-নাসরের এই জয়টি তাদের আল-হিলাল এবং আল-ইত্তিহাদে সাথে পাঁচ পয়েন্টের ব্যবধানে রেখে দিয়েছে, যদিও উভয় দলগুলির এক ম্যাচ কম রয়েছে। রোনালদো আল-নাসরের হয়ে ৯৪ ম্যাচে ৮৫টি গোল করেছেন, যা তার কিংবদন্তি ক্যারিয়ারের ধারাবাহিকতা।

অধিকতর সাফল্য নিয়ে এগিয়ে চলা রোনালদো, যার এখন পর্যন্ত ৯০০ গোলেরও বেশি অর্জন রয়েছে, তিনি এখনো তাঁর ফুটবল ক্যারিয়ার শেষ করেননি। পরবর্তী সময়ে, আল-নাসর তাদের AFC চ্যাম্পিয়ন্স লিগে আল-ওয়াসলকে আতিথ্য দিতে প্রস্তুত।

এভাবে রোনালদো তার কিংবদন্তি হয়ে ওঠার পথে নতুন নতুন রেকর্ডে নিজের নাম লেখাচ্ছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আমিই সবার সেরা: রোনালদো

আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার... বিস্তারিত



রে