ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

জামাতের সভাপতি, আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়, বিএনপির বিশাল হার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ৩১ ১৯:৪৯:১৮
জামাতের সভাপতি, আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়, বিএনপির বিশাল হার

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ছিলো এক ধরনের রাজনৈতিক শক্তির প্রদর্শনী। ১৫টি পদের মধ্যে আওয়ামীপন্থী প্রার্থীরা ১৪টি পদে বিজয় অর্জন করেছেন, যা আওয়ামী লীগের জন্য একটি বিরাট সাফল্য। একমাত্র সভাপতি পদে জামায়াতে ইসলামী সমর্থিত এমদাদুল হক খান জয়ী হয়েছেন, তবে অন্য সব পদের ফলাফলে বিএনপির প্রার্থীরা একেবারেই পিছিয়ে পড়েছেন।

গতকাল রাত ১১টায় সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে জামায়াতে ইসলামী সমর্থিত এমদাদুল হক খান, যিনি বিএনপির প্রার্থী জাফর আলী মিয়াকে ৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সাধারণ সম্পাদক পদে কৃষক লীগের আহ্বায়ক মাহাবুব হোসেন (শাকিল) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রেজাউল করিমকে ১৫৬ ভোটে পরাজিত করেন।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে আনোয়ার হোসেন ও জালালুর রহমান ১৩০ ভোট করে পেয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী সেলিম মিয়া পেয়েছেন মাত্র ২৯ ভোট, ফলে ফলাফল পুনরায় গণনা বা লটারি হতে পারে। অন্যান্য পদগুলোর ফলাফলে আওয়ামীপন্থী প্রার্থীদের জয় নিশ্চিত হয়েছে। সহসভাপতি পদে মাহবুব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক-০১ পদে শাকিলা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক-০২ পদে মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক, এবং সম্পাদক (লাইব্রেরি) পদে মুনীর হাসান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য ৫টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচিত পাঁচ জন হলেন সৈয়দা তাহমিনা খানম, এনামুল হক, আবদুস সালাম, ইকবাল হোসেন এবং আবু সুফিয়ান। সম্পাদক (অ্যাপায়ন ও বিনোদন) পদে বদরুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ৩০০ জন ভোটার তালিকাভুক্ত ছিলেন, এবং ২৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে নিরাপত্তার কড়াকড়ি ছিল। প্রধান নির্বাচন কমিশনার ফরহাদ হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে