ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৫:৩০:১৭
বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা আরোরার সম্পর্ক পাঁচ বছরের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল। তবে সম্প্রতি সাইফ আলী খানকে হাসপাতালে দেখতে গিয়ে কাকতালীয়ভাবে অর্জুন এবং মালাইকার আবার দেখা হয়, যা নেটিজেনদের মধ্যে নতুন করে গুঞ্জন সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, আবারও এক হতে চলেছে এই তারকা জুটি।

এই বিষয়ে অর্জুন কাপুর একটি সাক্ষাৎকারে তার ভাবনা স্পষ্ট করেছেন। বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে অর্জুন বলেন, "এখনও বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আমার নেই। তবে যদি কিছু মনে করি, প্রথমেই সবাইকে জানিয়ে দেবো।"

তবে ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে অর্জুন বেশ সতর্ক ছিলেন। তিনি বলেন, “আজ যদি শুধু সিনেমা নিয়ে কথা বলি, তা হলে ভালো হয়। আমি আগে অনেকবার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছি, তবে আপাতত আর এসব নিয়ে কিছু বলতে চাই না।"

এদিকে, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল থাকার কথা ঘোষণা করেছিলেন অর্জুন। সেই প্রসঙ্গে তিনি আরও বলেন, “এখনও এসব নিয়ে কথা বলার সময় আসেনি। আমি এখন পুরোপুরি কাজে মনোযোগী এবং কাজ নিয়েই কথা বলতে চাই।”

অর্জুন কাপুরের এই মন্তব্যের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান ধরনের আলোচনা শুরু হলেও, তিনি স্পষ্টভাবে বলেছেন যে, বর্তমানে তার একমাত্র লক্ষ্য কাজ, এবং সেদিকেই তার পূর্ণ মনোযোগ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আমিই সবার সেরা: রোনালদো

আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার... বিস্তারিত



রে