সদ্য সংবাদ
ফেসবুকে তাওহীদ হৃদয়ের হৃদয় স্পর্শী স্ট্যাটাস
বিপিএল ২০২৫-এর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে দারুণ ব্যাটিং করে ফরচুন বরিশালকে ফাইনালে তোলেন তাওহীদ হৃদয়। ৮২ রানের দুর্দান্ত ইনিংসে তিনি দলকে জয় এনে দেন। তবে, ফাইনালের বড় মঞ্চে তার অতীত রেকর্ড কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বরিশালের জন্য। কেমন হলো হৃদয়ের ফাইনাল ইতিহাস? কী হতে পারে পরবর্তী পরিস্থিতি?
বিপিএলের ফাইনালে তাওহীদ হৃদয়ের অংশগ্রহণ গত কয়েক বছর ধরে নিয়মিত ঘটনা। ২০২২ সালের বিপিএল ছিল হৃদয়ের প্রথম ফাইনাল। তখন ফরচুন বরিশালের হয়ে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলছিলেন। সেই ফাইনালে বরিশাল মাত্র ১ রানে হারেছিল এবং হৃদয় ৯ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন।
২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করেছিলেন হৃদয়। পুরো টুর্নামেন্টে ৪০৩ রান করেন তিনি, তবে ফাইনালে ২ বলে ডাক মারেন। এই ব্যর্থতার কারণে সিলেট স্ট্রাইকার্সও শিরোপা ঘরে আনতে পারেনি। পরবর্তী বছর ২০২৪-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফাইনালে নাম লেখান হৃদয়, তবে আবারও ফাইনালের বড় মঞ্চে তিনি ১৫ রানে আউট হয়ে যান, আর বরিশাল জয়ী হয়।
এই ভাবে বলা চলে, হৃদয়ের জন্য বিপিএলের ফাইনাল ছিল ‘অপয়া’! টানা তিনবার ফাইনালে খেললেও কোনো একটিতেও শিরোপা জেতা হয়নি। সুতরাং, ২০২৫ সালে ফের ফাইনালে আসা, বিশেষত বরিশালের হয়ে—এই ব্যাপারটি তার জন্য অনেকটাই চাপ হয়ে দাঁড়িয়েছে।
এবারের বিপিএলে তাওহীদ হৃদয় ফরচুন বরিশালের হয়ে খেলছেন এবং চিটাগং কিংসের বিপক্ষে তার ৮২ রানের ইনিংস দলকে ফাইনালে পৌঁছানোর স্বপ্ন দেখিয়েছে। তবে, হৃদয়ের অতীত ইতিহাস বরিশালের জন্য স্বস্তি দেয় না। মনে করা হচ্ছে, হৃদয়ের ‘অপয়া’ ফাইনাল পারফর্মেন্স কি এবারও বরিশালকে শিরোপাবঞ্চিত করবে?
প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে চমক দিলেও, তার পুরনো দুর্ভাগ্যের দিকে চোখ রেখে বরিশাল দলকে আরও সতর্ক থাকতে হবে। ফুটবল, ক্রিকেট বা যেকোনো খেলায় কোনো খেলোয়াড়ের খারাপ অতীতের প্রভাব বর্তমানেও পড়তে পারে—বিশেষত ফাইনাল মঞ্চে।
হৃদয় নিজেও জানেন, তার ওপর চাপ রয়েছে। ফেসবুকে তিনি লিখেছেন, “টিম ম্যানেজমেন্ট আমার প্রতি আস্থা রেখেছে, এবং আমি সেটার প্রতিদান দিতে পেরেছি।” তার এই সাফল্য তার আত্মবিশ্বাস বাড়িয়েছে, তবে পরবর্তী ম্যাচটি হবে আরও বড় চ্যালেঞ্জ। তার জন্য যে ফাইনালে শিরোপা জেতার সময় হয়তো এবার এসেই গিয়েছে, তবে অনিশ্চয়তা রয়ে গেছে তার অতীত রেকর্ডকে নিয়ে।
তাওহীদ হৃদয়ের জন্য শিরোপা জয় কতটা বাস্তবিক হতে পারে, সেটা এখনও বলা যায় না। তাঁর অতীতের ফাইনাল ব্যর্থতাগুলো যেন বরিশালের জন্য একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে, তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্স নিশ্চয়ই দলকে উৎসাহিত করবে। এখন সেটাই দেখার যে হৃদয় কি অবশেষে তার দুর্ভাগ্যের শিকল ছিঁড়ে বরিশালকে প্রথম শিরোপা এনে দিতে পারেন, নাকি আবারও তার ‘অপয়া’ তকমা দলকে শিরোপা থেকে বঞ্চিত করবে!
পাঠকের জন্য তাওহীদ হৃদয়ের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
সেদিন “Writer’s Block” নামে একটি টার্মের সাথে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিলো, আমিও যেনো কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিলো না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিলো আকাশচুম্বী।
রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশী দেখেছি। তবে তার থেকে বেশী অনুপ্রেরণা দেখেছি আমার আশে-পাশের মানুষ গুলোর চোখে। Tamim Iqbal ভাই কাউকে বোঝাতে পারবো না আপনি অভিভাবক হিসেবে কতোটুকু যথার্থ। এতো প্রত্যাশা থাকার পরেও, পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই! কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি। ফিজিও বায়েজিদ ভাই, শাহীন ভাই আপনারা দুজন বিশেষ আমার জন্য।
ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা আমাদের ও ভালোবাসে জানি। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরেও হতাশা কাজ করে। সত্যি বলতে ভক্তদের এই পজিটিভ-নেগেটিভ ফিডব্যাক দুটোই হোক আমাদের শক্তি। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থক কে
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডে আসছে পরিবর্তন, বাদ পড়ছেন যে ক্রিকেটার
- বিপিএল-এ ফিক্সিংয়ের সন্দেহ: বিসিবি রিপোর্টে উঠে সন্দেহভাজন ১০ ক্রিকেটারের নাম
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আসলো নতুন ঘোষণা
- আরব আমিরাতের ভিসা প্রত্যাশীদের জন্য আসলো বিশাল সুখবর
- সৌদি রিয়াল রেটের বিশাল লম্বা লাফ, জেনেনিন আজকের রেট কত
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আসছে পরিবর্তন
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হলেন বাংলাদেশের তারকা পেসার তানজিম সাকিব
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি: নতুন তথ্য প্রকাশ
- লাস্ট ওয়ার্নিং পেলেন মিজানুর রহমান আজহারী
- ঢাকার অবস্থা খুবই খারাপ
- অবস্থা ভয়াবহ খারাপ: ব্যাপক সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
- ব্রেকিং নিউজ: বিসিবির প্রধান নির্বাচকের পদত্যাগ
- ১২ রান করে তিন বিদেশিরাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড যত টাকা নিলেন
- জামাতের সভাপতি, আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়, বিএনপির বিশাল হার