ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যীশুর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে জুটি বাঁধছেন যীশু-শ্রাবন্তী

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১২:২৫:৫৩
যীশুর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে জুটি বাঁধছেন যীশু-শ্রাবন্তী

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে নতুন চমক! একসঙ্গে পর্দায় আসছেন যীশু সেনগুপ্ত ও শ্রাবন্তী চ্যাটার্জী। তাদের নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়ে গেছে, যা দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।

অপূর্ব অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া যীশু, এখনো ‘খাদান’ সিনেমায় তার পারফরম্যান্স নিয়ে আলোচনা শীর্ষে। আর সেই যীশুর সাথে এবার পর্দা শেয়ার করবেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এই ছবি পরিচালনা করছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়, এবং শোনা যাচ্ছে, এতে অংশ নিতে পারেন দেবও।

যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যীশু ও শ্রাবন্তী একসঙ্গে কাজ করছেন। এ জুটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিছুদিন আগে যীশু এবং তার পরিবারের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল, যা এখন পর্যন্ত ঠিকভাবে পরিষ্কার হয়নি।

তবে, মিডিয়াতে চলমান বিভিন্ন গুঞ্জন, বিশেষ করে ব্যক্তিগত সহকারীকে নিয়ে সম্পর্কের খবর, গত কয়েক মাসে যীশুর পরিবার থেকে দূরত্বের বিষয়টি আরও জোরালো করেছে। স্ত্রী নীলাঞ্জনা শর্মা এবং দুই মেয়ে সারা ও জারা ছাড়া তাকে নানা অনুষ্ঠানে দেখা গেছে। এমন পরিস্থিতিতে, এই নতুন ছবির ঘোষণা আসলেই চমকপ্রদ হতে চলেছে।

তবে যীশু বা শ্রাবন্তী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু নতুন জুটিকে একসঙ্গে পর্দায় দেখার আশায় ভক্তরা উত্তেজিত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আমিই সবার সেরা: রোনালদো

আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার... বিস্তারিত



রে