ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

অবিষ্বাস্য রেকর্ডের সামনে বিরাট কোহলি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২১:৪২:৫৬
অবিষ্বাস্য রেকর্ডের সামনে বিরাট কোহলি

ভারতের ব্যাটিং মহাতারকা বিরাট কোহলি আবারও ইতিহাসের দ্বারপ্রান্তে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১৪,০০০ রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৯৪ রান। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান যদি এটি করতে পারেন, তবে তিনি হবেন টেন্ডুলকার ও সাঙ্গাকারার পর তৃতীয় ক্রিকেটার, যিনি এই বিশাল অর্জনে নাম লিখাবেন। তবে কোহলির ক্ষেত্রে বিশেষ ব্যাপার হলো, তিনি এই রেকর্ড গড়ার সবচেয়ে দ্রুততম সুযোগের সামনে দাঁড়িয়ে আছেন।

২৯৫টি ওয়ানডে ম্যাচে ১৮৩ ইনিংস ব্যাট করে কোহলি ইতোমধ্যেই করেছেন ১৩,৯০৬ রান। অর্থাৎ, ১৪,০০০ রানের ঘর ছুঁতে তাঁর প্রয়োজন মাত্র ৯৪ রান। বর্তমানে ক্রিকেটবিশ্বে খেলা চালিয়ে যাওয়া ব্যাটসম্যানদের মধ্যে তাঁর পর সবচেয়ে কাছাকাছি থাকা রোহিত শর্মার রান ১০,৮৬৬, যা কোহলির তুলনায় বেশ পিছিয়ে।

এই মাইলফলকে পৌঁছানোর পথে কোহলি যদি ২৮৬ ইনিংসের মধ্যে ১৪,০০০ রান পূর্ণ করেন, তবে তিনি হয়ে যাবেন ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান, যিনি এই কীর্তি গড়বেন। টেন্ডুলকার ৩৫০ ইনিংসে এবং কুমার সাঙ্গাকারা ৩৭৮ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন। কোহলি যদি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেই এই রান করে ফেলেন, তবে তিনি নতুন এক অধ্যায় শুরু করবেন।

কোহলির সামনে এই রেকর্ড গড়ার সবচেয়ে কাছের মঞ্চ ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যদি তিনি এই সিরিজেই প্রয়োজনীয় রান সংগ্রহ করতে পারেন, তাহলে ১৪,০০০ রান তোলার দ্রুততম কীর্তিটি গড়বেন। তবে এই সিরিজে তা না হলেও চিন্তার কিছু নেই, কারণ এরপরও তাঁর হাতে থাকবে ৭৩টি ইনিংস, যেখানে তিনি নিশ্চিন্তেই এই মাইলফলক ছুঁতে পারবেন।

বিরাট কোহলি যে শুধুমাত্র একজন দুর্দান্ত ব্যাটসম্যান তা নয়, তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সফল নেতা। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ও রেকর্ডের সংখ্যা তাঁকে ইতোমধ্যেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন দেখার বিষয়, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তিনি এই ইতিহাস রচনা করতে পারেন কি না। ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে তাঁর ব্যাটের দিকেই, যেখানে লেখা হতে পারে নতুন এক ইতিহাসের গল্প।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে