ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আমিই সবার সেরা: রোনালদো

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১০:২৭:৪৬
আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার অন্তরে একপ্রকার দ্বন্দ্ব কাজ করছে। তিনি হয়তো নিজেই জানেন না, সত্যিই তিনি লিওনেল মেসির চেয়ে সেরা কিনা। স্ট্যানটন বলছেন, রোনালদোর কথার সঙ্গে তার অভিব্যক্তি মেলে না, বরং তার মধ্যে চাপা হতাশা ও রাগের বহিঃপ্রকাশ স্পষ্ট।

রোনালদোর শরীরী ভাষা কী বলছে?

একসময় ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল শাসন করা রোনালদো এখন খেলছেন সৌদি প্রো লিগ-এর আল নাসর-এ। সময়ের পরিক্রমায় ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে, হয়তো তার মনে প্রশ্ন জাগছে—তিনি কি সত্যিই সর্বকালের সেরা?

স্ট্যানটন ব্যাখ্যা করেন:

"রোনালদোর মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা যাচ্ছে। তিনি হয়তো মনে করছেন, তার যথাযথ স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তার হাসি একপলকে মিলিয়ে যায়—এটি রাগের ইঙ্গিত। চোখের পলক ফেলার হার বেড়ে যায়, যা উদ্বেগের লক্ষণ। এসবই ইঙ্গিত দেয়, তার মনে একপ্রকার অনিশ্চয়তা কাজ করছে।"

মেসির প্রতি বিদ্বেষ নয়, কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা

রোনালদো সবসময়ই দাবি করেন, মেসির সঙ্গে তার কোনো শত্রুতা নেই। তবে স্ট্যানটন মনে করেন, এই প্রতিদ্বন্দ্বিতা রোনালদোর ভেতরে এক অস্থিরতা তৈরি করেছে।

তিনি বলেন:

"রোনালদো বারবার প্রমাণ করতে চান, তিনিই সেরা। কিন্তু তার শরীরী ভাষা বলে ভিন্ন কথা। হয়তো তিনিও বুঝতে পারছেন, ফুটবল বিশ্ব তাকে মেসির ওপরে রাখে না। এই উপলব্ধি তাকে আরও হতাশ করছে।"

সময় কি রোনালদোকে গ্রাস করছে?২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা রোনালদো এখনো নিজেকে শীর্ষ পর্যায়ে রাখার চেষ্টা করছেন। তবে ফুটবলের পরবর্তী প্রজন্ম ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে, যা হয়তো রোনালদোর মনে একধরনের অস্বস্তি তৈরি করছে।

স্ট্যানটনের পর্যবেক্ষণ:

"বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোনালদো তার গুরুত্ব হারাচ্ছেন, যা তিনি সহজভাবে মেনে নিতে পারছেন না। আমরা দেখছি, তিনি বারবার এমন কথা বলছেন যা তাকে আলোচনার কেন্দ্রে রাখবে। হয়তো সামনের দিনগুলোতে এমন আরও মন্তব্য আসবে।"

মেসি ও রোনালদোর দ্বৈরথ যুগের পর যুগ ফুটবল ভক্তদের বিভক্ত রেখেছে। তবে বাস্তবতা হলো, সময়ের সঙ্গে সঙ্গে নতুন নায়কেরা উঠে আসবে, পুরনো কিংবদন্তিরা পেছনে সরে যাবেন। রোনালদো কি এই সত্য মেনে নিতে পারবেন, নাকি নিজেকে প্রাসঙ্গিক রাখতে বারবার বিতর্কিত মন্তব্য করে যাবেন? সময়ই হয়তো এর উত্তর দেবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

বিপিএল: ২য় কোয়ালিফায়ার চিটাগং-খুলনা সন্ধ্যা ৬-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি এসএ-২০: এলিমিনেটর জোবার্গ-ইস্টার্ন কেপ রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ১ টেনিস ডালাস ওপেন ভোর ৫টা, ইউরোস্পোর্ট আমরো... বিস্তারিত

আমিই সবার সেরা: রোনালদো

আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার... বিস্তারিত



রে