ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

টি-টোয়েন্টির শীর্ষে রশিদ খান, সেরা পাঁচে এক বাংলাদেশী

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৩:১১:১১
টি-টোয়েন্টির শীর্ষে রশিদ খান, সেরা পাঁচে এক বাংলাদেশী

টি-টোয়েন্টি ক্রিকেটে এক দশকের ক্যারিয়ারে অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছে গেলেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার এবার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন, যেখানে এতদিন শাসন করে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।

শুক্রবার (৩১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে কেপ টাউনের হয়ে মাঠে নেমেছিলেন রশিদ। প্রতিপক্ষ ছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। ম্যাচে প্রথমে কাইল ভেরেইনাকে বোল্ড করে নিজের ৬৩০তম উইকেট নেন তিনি। এরপর মারকুয়েস অ্যাকেরমানকে আউট করেই ছুঁয়ে ফেলেন ব্রাভোর ৬৩১ উইকেটের রেকর্ড।

ব্রাভোর এই মাইলফলক স্পর্শ করতে লেগেছিল ১৮ বছর, খেলতে হয়েছিল ৫৮২ ম্যাচ। সেখানে মাত্র ২৬ বছর বয়সেই মাত্র ৪৬০ ম্যাচ খেলে রেকর্ডে ভাগ বসালেন রশিদ খান। শুধু তাই নয়, উইকেট সংগ্রহের হারে তিনি ব্রাভোর চেয়ে অনেক এগিয়ে।

পরিসংখ্যান বলছে, ব্রাভো যেখানে ৫৪৬ ইনিংসে বল করেছেন, সেখানে রশিদ করেছেন ৪৫৬ ইনিংস। স্ট্রাইক রেটেও রশিদ খান এগিয়ে। ব্রাভোর স্ট্রাইক রেট ১৭.৭, আর রশিদের ১৬.৭। গড়েও রশিদের পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো—ব্রাভোর ২৪.৪০ গড়ে যেখানে উইকেট পেয়েছেন, রশিদ সেখানে ১৮.০৮ গড়ে ব্যাটসম্যানদের সাজঘরে পাঠিয়েছেন।

টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এখন যুগ্মভাবে শীর্ষে আছেন রশিদ খান ও ডোয়াইন ব্রাভো। এছাড়া বাংলাদেশের সাকিব আল হাসানও জায়গা করে নিয়েছেন শীর্ষ পাঁচে।

? রশিদ খান (আফগানিস্তান) – ৪৬০ ম্যাচ, ৬৩১ উইকেট

? ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) – ৫৮২ ম্যাচ, ৬৩১ উইকেট

? সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) – ৫৩৪ ম্যাচ, ৫৭৩ উইকেট

? ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) – ৪২৮ ম্যাচ, ৫৩১ উইকেট

? সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৪৪৪ ম্যাচ, ৪৯২ উইকেট

শীর্ষ পাঁচ বোলারের মধ্যে একমাত্র ব্রাভোই পেসার। বাকিরা সবাই স্পিনার, যা এই ফরম্যাটে স্পিনারদের আধিপত্যের ইঙ্গিত দেয়।

শুধু ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রশিদ খান শীর্ষ উইকেটশিকারির তালিকায় উঠতে চলেছেন।

? টিম সাউদি (নিউজিল্যান্ড) – ১২৬ ম্যাচ, ১৬৪ উইকেট? রশিদ খান (আফগানিস্তান) – ৯৬ ম্যাচ, ১৬১ উইকেট? সাকিব আল হাসান (বাংলাদেশ) – ১২৯ ম্যাচ, ১৪৯ উইকেট

মাত্র ৯৬ ম্যাচেই ১৬১ উইকেট নেওয়া রশিদ খান শিগগিরই নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিরও সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারেন।

টি-টোয়েন্টি ফরম্যাটকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা, কিন্তু রশিদ খানের মতো স্পিনাররা এই ধারণাকে বদলে দিচ্ছেন। এখন তিনি ব্রাভোর পাশে দাঁড়িয়ে আছেন, তবে হয়তো খুব বেশি সময় লাগবে না এককভাবে শীর্ষে চলে যেতে। বয়স মাত্র ২৬, সামনে আরও অনেক বছর ক্রিকেট খেলার সুযোগ রয়েছে রশিদের। ফলে রেকর্ড বইয়ে আরও অনেক নতুন সংযোজন অপেক্ষা করছে তার জন্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আমিই সবার সেরা: রোনালদো

আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার... বিস্তারিত



রে