ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

এক হাতে ক্যাচ ধরে কোটিপতি দর্শক

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৯:১৬:৫৫
এক হাতে ক্যাচ ধরে কোটিপতি দর্শক

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক মুহূর্তের সাক্ষী হলো গ্যালারি। মুম্বাই ক্যাপ টাউনের তারকা ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের মারা ছক্কা এক হাতে ক্যাচ ধরে কোটিপতি হয়ে গেলেন এক ভাগ্যবান দর্শক! নিয়ম অনুযায়ী, তিনি জিতে নিয়েছেন ২ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগে দর্শকদের জন্য রয়েছে বিশেষ এক পুরস্কার। ব্যাটসম্যানের মারা ছক্কা যদি কোনো দর্শক এক হাতে ক্লিন ক্যাচ হিসেবে ধরতে পারেন, তাহলে তিনি পাবেন ২ মিলিয়ন র্যান্ড পুরস্কার। তবে এর জন্য বেশ কিছু কঠোর নিয়ম মানতে হয়—

ক্যাচটি অবশ্যই এক হাতে ধরতে হবে।

বল যদি আগে অন্য কোথাও লেগে প্রতিহত হয়, তবে তা গ্রহণযোগ্য হবে না।

অন্য কারও হাত বা নিজের শরীরের অন্য কোনো অংশে লেগে বল তালুবন্দি হলেও ক্যাচ ধরা বিবেচিত হবে না।

একাধিকবার হাত বদলে বল ধরা (জাগলিং ক্যাচ) গ্রহণযোগ্য নয়।

ক্যাচ ধরতে হলে দর্শকের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

গতকাল মঙ্গলবার (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার গেবেরহায় সেন্ট জর্জ পার্কে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ক্যাপ টাউন ও প্যারেল রয়েলস। প্রথমে ব্যাট করে শক্তিশালী স্কোর গড়ে মুম্বাই ক্যাপ টাউন।

দলটির হয়ে ডেওয়াল্ড ব্রেভিস ৩০ বলে ৪৪ রান করেন, যেখানে ছিল ৪টি বিশাল ছক্কা। তারই এক ছক্কায় গ্যালারিতে বসে থাকা ওই দর্শক এক হাতে অসাধারণ ক্যাচ ধরেন। আর এতেই কোটিপতি হয়ে যান তিনি। উল্লেখযোগ্যভাবে, তিনি মুম্বাই ক্যাপ টাউনের জার্সি পরিহিত ছিলেন।

এছাড়া দলের হয়ে রায়ান রিকেল্টন ২৭ বলে ৪৪, রিশি ভেন দার ডুসেন ৩২ বলে ৪০ এবং ইনিংসের শেষ দিকে ডিলন্ড পোর্টগিটার ১৭ বলে ৩২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মুম্বাই ক্যাপ টাউন তোলে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর।

জয়ের জন্য ২০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে প্যারেল রয়েলস। তবে মুম্বাই ক্যাপ টাউনের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি তারা। অধিনায়ক ডেভিড মিলার ২৬ বলে সর্বোচ্চ ৪৬ রান করলেও বাকিরা ছিলেন ব্যর্থ। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায় রয়েলস। ফলে ৩৯ রানের জয় নিয়ে শুভসূচনা করে মুম্বাই ক্যাপ টাউন।

তবে ম্যাচের চেয়ে বেশি আলোচনার কেন্দ্রে সেই দর্শক, যিনি ক্যাচ ধরে এক ঝটকায় কোটিপতি হয়ে গেছেন! দক্ষিণ আফ্রিকার এই লিগে আরও এমন মুহূর্ত দেখা যাবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আমিই সবার সেরা: রোনালদো

আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার... বিস্তারিত



রে