ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়ল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১১ ১৪:১৭:৪০
টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়ল পাকিস্তান

মুলতান টেস্টে পাকিস্তানের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আগের দিনই। ইংল্যান্ডের জয় ছিল কেবল চার উইকেটের অপেক্ষায়। ৪র্থ দিনেই যেখানে মাত্র ১ম ইনিংস শেষ হয়েছিল, সেখানে ইংল্যান্ড ৫ম দিনে দুই সেশন হাতে রেখে সহজেই জয় তুলে নেয়। ইংলিশরা ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ শুরু করেছে।

২ বছর আগে রাওয়ালপিণ্ডির দুঃস্মৃতি আবারও ফিরেছে মুলতানে, কিন্তু এবার আরও বাজেভাবে। তখনও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ২০২২ সালে নিজেদের প্রথম ইনিংসে ৫৭৯ রান করেও পাকিস্তান সেই টেস্টে হেরেছিল। এবারও ৫০০’র বেশি রান করেও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট বাঁচাতে পারেনি তারা।

পাকিস্তান ইতিহাসের ১ম দল হিসেবে ৫০০’র বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারল তারা। টেস্টে ৫০০ রান করেও ম্যাচ হারার তালিকায় পাঁচবার শীর্ষে রয়েছে পাকিস্তান। সাম্প্রতিক তাদের ব্যর্থতা আরও বড় হয়েছে, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতেই হার।

৫ম দিন পাকিস্তান ৬ উইকেটে ১৫২ রান নিয়ে শুরু করলেও খুব বেশি দূর এগোতে পারেনি তারা। সালমান আগা ফিফটি করেছেন, আমের জামালের সঙ্গে শতরানের জুটি গড়লেও তা পাকিস্তানকে বাঁচাতে যথেষ্ট ছিল না। সালমান ৫৫ রানে আউট হওয়ার পর দ্রুত আরও উইকেট পড়ে যায়, আর অসুস্থ আবরার আহমেদ ব্যাট করতে না পারায় ৯ উইকেটেই পাকিস্তানের ইনিংস শেষ হয়। আমের জামাল অপরাজিত ছিলেন ৫৫ রানে।

পাকিস্তান ১ম ইনিংসে ৫৫৬ রান করলেও ইংল্যান্ডের জন্য তা কোনো বড় চ্যালেঞ্জ ছিল না। জো রুট ও হ্যারি ব্রুকের বিশ্বরেকর্ড গড়া জুটির সঙ্গে জ্যাক ক্রাউলি ও বেন ডাকেটের ইনিংসে ভর করে ইংল্যান্ড ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। ব্রুক ৩১৭ রান করেন, আর রুট করেন ২৬২ রান।

পাকিস্তানের ২য় ইনিংসে ব্যাটিং অর্ডার দ্রুত ভেঙে পড়ে। সায়িম আইয়ুব ও সৌদ শাকিল ভালো শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন, আর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ব্যাটাররাও হতাশ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে