ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিপিএল ফাইনাল ম্যাচের জন্য চিটাগং কিংসের একাদশে চমক

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৫:২১:০১
বিপিএল ফাইনাল ম্যাচের জন্য চিটাগং কিংসের একাদশে চমক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শেষের পথে। লিগ পর্ব শেষে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এলিমিনেটর ও কোয়ালিফায়ার পর্ব। এখন বাকি কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ। আগামীকাল রাতে জমজমাট ফাইনালে মুখোমুখি হবে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল।

চিটাগং কিংস ফাইনালে উঠেছে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে। গতকাল কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। দলের ব্যাটিং-বোলিং ইউনিট বেশ ভালো ছন্দে রয়েছে, যা ফাইনালের জন্য ইতিবাচক দিক হতে পারে।

কেমন হতে পারে চিটাগং কিংসের একাদশ?

চিটাগং কিংসের ফাইনালে ওঠার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওপেনার খাজা নাফায়ে। কোয়ালিফায়ার ম্যাচে ৪৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তি গড়ে দেন তিনি। ফাইনালে তাকে ইনিংসের সূচনা করতেই দেখা যাবে। তার সঙ্গে ওপেনিং পার্টনার হবেন পারভেজ হোসেন ইমন।

তিন নম্বরে খেলবেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক, যিনি টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এরপর চার নম্বরে থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাত, যিনি সেমিফাইনালে ২৫ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। পাঁচ নম্বরে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে, যিনি এবারের বিপিএলে ৩৬০-ডিগ্রি ব্যাটিং করে নজর কেড়েছেন। তার ব্যাট হাসলে ফাইনালে চিটাগং কিংস বড় স্কোর গড়তে পারে।

ছয় নম্বরে থাকবেন দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন। মিডল-অর্ডারে তার অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। বোলিং বিভাগে স্পিনের দায়িত্ব সামলাবেন আরাফাত সানি ও আলিস আল ইসলাম। আর পেস আক্রমণের নেতৃত্ব দেবেন খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

চিটাগং কিংসের সম্ভাব্য একাদশ:

খাজা নাফায়ে

পারভেজ হোসেন ইমন

গ্রাহাম ক্লার্ক

হুসাইন তালাত

শামীম হোসেন পাটোয়ারি

মোহাম্মদ মিথুন (অধিনায়ক)

আরাফাত সানি

আলিস আল ইসলাম

খালেদ আহমেদ

শরিফুল ইসলাম

চিটাগং কিংস ফাইনালে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। ফাইনালে তাদের ব্যাটিং-বোলিং ইউনিট প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করলে শিরোপা জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, তারা কি পারবে ফরচুন বরিশালের বিপক্ষে শিরোপা জিততে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল রাত পর্যন্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ