ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কামিন্স-হ্যাজলউডকে হারালো অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৬:১০:৫৯
কামিন্স-হ্যাজলউডকে হারালো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বড়সড় ধাক্কা! ইনজুরির কারণে তারকা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড টুর্নামেন্টে খেলতে পারছেন না। নির্বাচক প্রধান জর্জ বেইলি নিশ্চিত করেছেন, এই দুই পেসার ছাড়াও অলরাউন্ডার মিচেল মার্শ ইনজুরি সমস্যায় ভুগছেন এবং তাদের কেউই নির্ধারিত সময়ে ফিট হতে পারেননি।

টুর্নামেন্ট শুরুর আগেই পরিবর্তনের হাওয়া

আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে অস্ট্রেলিয়াকে। কিন্তু ইনজুরির কারণে দলের পরিকল্পনায় বড় পরিবর্তন আসছে। এরই মধ্যে দল থেকে ছিটকে গেছেন মারকাস স্টোইনিস– তবে ইনজুরির কারণে নয়, বরং ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিজেই সরে দাঁড়িয়েছেন তিনি।

নতুনদের জন্য সুবর্ণ সুযোগ

অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শন অ্যাবট, স্পেনসার জনসন ও বেন দ্বারশুইস-কে দলে রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তাদের জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এ ছাড়া, তানভীর সাংগা, অলরাউন্ডার কুপার কনলি ও তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক নতুন চমক হয়ে আসতে পারেন।

জর্জ বেইলি বলেন, "এটা অবশ্যই হতাশার, তবে নতুনদের জন্য নিজেদের প্রমাণের এক দারুণ সুযোগ। বিশ্বমঞ্চে পারফর্ম করার জন্য এর চেয়ে ভালো উপলক্ষ আর হতে পারে না।"

কামিন্স-হ্যাজলউডের পুনর্বাসন ও অধিনায়কত্বের লড়াই

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্স ও হ্যাজলউড দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। তবে জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে চলছে আলোচনা। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, "আমরা স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড-এর মধ্যে আলোচনা করছি। এ দুজনের মধ্যেই একজন দলের নেতৃত্ব দেবেন।"

অস্ট্রেলিয়া ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে কলম্বোতে। কিন্তু টেস্ট সিরিজের শেষ দিন থেকে ওয়ানডে সিরিজ শুরুর মধ্যে মাত্র একদিন ব্যবধান থাকায় দলের একাদশ সাজানো কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক ধাক্কা সামলেও কীভাবে ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া? সেই অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ