ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

এ বছরের সেরা রোমান্টিক গান নিয়ে হাজির হলেন শাকিব খান

২০২৪ অক্টোবর ১১ ১৫:২৩:১৮
এ বছরের সেরা রোমান্টিক গান নিয়ে হাজির হলেন শাকিব খান

শাকিব খানের সম্প্রতি প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ মুক্তির আগেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। প্রথমে পোস্টার, তারপর টিজার, আর এবার ছবির আইটেম গানের ঝলক প্রকাশ পেয়ে ব্যাপক আলোড়ন তুলেছে।

আজ শুক্রবার দুপুরে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘দরদ’ ছবির আইটেম গান ‘জিসম সে তেরে’-এর টিজার। এর আগের রাতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সামাজিক মাধ্যমে গানের পোস্টার শেয়ার করেছিলেন। মাত্র ৪৫ সেকেন্ডের এই টিজারে শাকিব খান ও সোনাল চৌহানের রোমান্স ভক্তদের মুগ্ধ করেছে। টিজারের শেষে একটি রহস্যময় বার্তা দেওয়া হয়, "দুলু মিয়া ইজ কামিং।"

মেগাস্টার শাকিব খান নিজেও সামাজিক মাধ্যমে এই গান শেয়ার করে লিখেছেন, "বছরের সেরা রোমান্টিক গানটি উন্মোচন হলো। খুব শিগগিরই পুরো গানটি শোনা যাবে।" আর দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করছে।

গানের টিজারটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। শাকিব ও সোনালের রোমান্টিক দৃশ্য নিয়ে নেটিজেনরা প্রশংসা করছেন এবং ‘দরদ’ ছবিটি ব্লকবাস্টার হিসেবে দেখার আশা প্রকাশ করছেন।

‘দরদ’ সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত। সাইকো থ্রিলার ধাঁচের এই ছবিতে শাকিব খান অভিনয় করছেন দুলুর চরিত্রে, আর সোনাল চৌহান তাঁর স্ত্রীর চরিত্রে। আরও আছেন ওপার বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেবসহ বেশ কিছু বলিউড ও টলিউড তারকা। বাংলাদেশ থেকে এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে অংশ নিচ্ছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত